Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Maruti Alto-র ধামাকা অফার, মাত্র ৪৪ হাজার টাকায় শোরুম থেকে কিনুন দামদার গাড়ি – MARUTI ALTO

2000 সালে Maruti Suzuki তাদের শক্তিশালী গাড়ি Alto বিক্রি শুরু করেছিল। এরপর গাড়িটি লক্ষাধিক ইউনিট বিক্রি করেছে তারা। তবে সম্প্রতি সেই গাড়ির বিক্রির পরিমাণ বেশ কিছুটা কমেছে। এর প্রধান কারণ…

Avatar

2000 সালে Maruti Suzuki তাদের শক্তিশালী গাড়ি Alto বিক্রি শুরু করেছিল। এরপর গাড়িটি লক্ষাধিক ইউনিট বিক্রি করেছে তারা। তবে সম্প্রতি সেই গাড়ির বিক্রির পরিমাণ বেশ কিছুটা কমেছে। এর প্রধান কারণ Maruti Suzuki ড্রিম কার SUV বেশি পছন্দ করতে শুরু করেছে গ্রাহকরা। ফলে Maruti Alto 800 গাড়িটির বিক্রির পরিমাণ বেশ কিছুটা হ্রাস পেয়েছে। এবার বাজারের সেরা এই গাড়ির বিক্রি বাড়াতে নয়া পদক্ষেপ গ্রহণ করেছে Maruti Suzuki। তবে দুর্দান্ত অফারটি জানার পূর্বে, চলুন জেনে নেওয়া যাক গাড়িটির অবিশ্বাস্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে-

প্রথমেই যদি বাজারের সেরা এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এতে 796cc-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে Maruti Suzuki। যা সর্বোচ্চ 6000rpm-এ 47.33 bhp শক্তি এবং 3500 rpm-এ 69 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। এতে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন দেওয়া হয়েছে। যার মাধ্যমে শক্তিশালী এই ইঞ্জিনটি নিয়ন্ত্রিত হয়। এর মাইলেজ সম্পর্কে যদি বলি, তবে কোম্পানি দাবি করেছে যে, এই গাড়িতে আপনি ARAI দ্বারা প্রত্যয়িত প্রতি লিটারে 22.05 km মাইলেজ পাবেন। যা বাজারে প্রাপ্ত অন্য গাড়ির থেকেও যথেষ্ট বেশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার যদি শক্তিশালী এই গাড়ির দামের কথা বলি, তবে দুর্দান্ত এই হ্যাচব্যাকের বেস মডেলের এক্স-শোরুম মূল্য 3,54,000 টাকা। যা রাস্তায় 3,95,478 টাকায় পৌঁছায়। তবে গাড়িতে আপনি দুর্দান্ত অফারের মাধ্যমেও ক্রয় করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মাত্র 44,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে গাড়িটি ক্রয় করার জন্য। পাশাপাশি বাকি টাকা পরিশোধ করার জন্য আপনি 5 বছরের EMI পরিকল্পনা গ্রহণ করতে পারেন। যেখানে আপনাকে 9.8 শতাংশ হারে সুদ প্রদান করতে হবে। অর্থাৎ আপনি 7,433 টাকার EMI প্রদান করে সহজেই গাড়িটি ক্রয় করতে পারেন।

About Author