Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পিএমসি ব্যাংক থেকে গ্রাহকরা আরও ৫০০০০ টাকা বেশি তুলতে পারবেন, জানালো রিজার্ভ ব্যাঙ্ক!

সম্প্রতি প্রায় ৪৩৫৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে পঞ্জাব মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক বা পিএমসির বিরুদ্ধে। একের পর এক মানুষ পথে বসেছেন এই কেলেঙ্কারির পর। রিজার্ভ ব্যাঙ্ক এর তরফে…

Avatar

সম্প্রতি প্রায় ৪৩৫৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে পঞ্জাব মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক বা পিএমসির বিরুদ্ধে। একের পর এক মানুষ পথে বসেছেন এই কেলেঙ্কারির পর। রিজার্ভ ব্যাঙ্ক এর তরফে বেঁধে দেওয়া হয় টাকা তোলার উর্ধ্বসীমা। নানা টালবাহানর পর গত ১৪ই অক্টোবর সর্বোচ্চ ৪০০০০ টাকা তুলতে পারবে বলে জানানো হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। এর বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখায় কয়েক হাজার মানুষ। আর তার জেরেই বিশেষ ক্ষেত্রে পিএমসি থেকে আরও ৫০০০০ টাকা বেশি তোলা যাবে বলে এদিন জানালো রিজার্ভ ব্যাঙ্ক।

৫০০০০ টাকা তোলার জন্যে গ্রাহকদের ব্যাঙ্কের শাখায় গিয়ে আবেদন করতে হবে। এই অতিরিক্ত ৫০০০০ টাকা শুধুমাত্র চিকিৎসা এবং পড়াশোনার জন্যই তোলা যাবে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে। মেডিক্যাল বা এডুকেশনাল ইমারজেন্সিতেই শুধুমাত্র এই ৫০০০০ টাকা অতিরিক্ত তোলা যাবে। বাকি ক্ষেত্রে ৪০০০০ ও থাকছে লিমিট, জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পিএমসির এই কেলেঙ্কারি ধরা পড়ার পর প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের তরফে মাত্র ১০০০ টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা থেকে বাড়িয়ে ১০০০০ এবং আরও পরে ২৫০০০ করা হয়। অক্টোবরের মাঝামাঝি এই লিমিট বাড়িয়ে ৪০০০০ করা হয়।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

 

About Author