Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রকাশ্যে এলো Google Pixel 8a স্মার্টফোনের প্রথম ছবি, কিলার লুক দেখে পাগল যাবেন আপনিও

স্মার্টফোনের দুনিয়ায় নতুনভাবে পদক্ষেপ রাখতে চলেছে Google Pixel। বিগত কয়েক বছরে একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে সংস্থাটি। তবে এবার অন্যান্য কোম্পানির সাথে প্রতিযোগিতায় নামতে নতুনভাবে পরিকল্পনা করেছে Google Pixel। বিভিন্ন…

Avatar

স্মার্টফোনের দুনিয়ায় নতুনভাবে পদক্ষেপ রাখতে চলেছে Google Pixel। বিগত কয়েক বছরে একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে সংস্থাটি। তবে এবার অন্যান্য কোম্পানির সাথে প্রতিযোগিতায় নামতে নতুনভাবে পরিকল্পনা করেছে Google Pixel। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, কয়েকদিনের মধ্যে নতুন প্রযুক্তির স্মার্টফোন বাজারে নিয়ে আসবে কোম্পানিটি। পাশাপাশি বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, নতুন এই স্মার্টফোনটি Google Pixel 8a নামে লঞ্চ করা হচ্ছে। Pixel 8a-এর কোডনেম হল “Akita” এবং এই সার্চ ইঞ্জিনটি গুরু টেনসর G3 SoC দ্বারা চালিত হবে।

ইতিমধ্যে কয়েকটি সংস্থার তরফ থেকে ফোনটির দুর্দান্ত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে একটি টুইটার বার্তার মাধ্যমে। পাশাপাশি ইতিমধ্যে দুর্দান্ত এই স্মার্টফোনের একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ডাবল ক্যামেরা সেট-আপের সাথে বাজারে আসবে Google Pixel 8a-এর এই দুর্দান্ত ফোনটি। পিছনে 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা লেন্সের পাশাপাশি 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর থাকবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। তবে সেলফি ক্যামেরা সম্পর্কে কোনরকম তথ্য প্রকাশ্যে আনেনি কোম্পানিটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে বলি, তবে Pixel 7 এবং 7 Pro-এর মতো Google Pixel 8a স্মার্টফোনে টেনসর G2 SoC প্রসেসর দেখা যেতে পারে। এছাড়া বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, Google Pixel 8a স্মার্টফোনটি 8GB RAM+128 GB Storage সহ বাজারে উপলব্ধ হতে পারে। তবে ফোনটি কি কালারে পাওয়া যাবে সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ্যে আসেনি। তবে সবচেয়ে হতাশার বিষয় হলো এই, Google Pixel-এর বাকি মোবাইল গুলোর মত এই মোবাইলের বক্সে চার্জিং অ্যাডাপ্টারের অস্তিত্ব পাবেন না গ্রাহকরা। কারণ চার্জার ছাড়াই এই মোবাইলটি বাজারজাত করতে চলেছে Google। এছাড়া বর্তমানে প্রোটোটাইপ অবস্থায় থাকা এই স্মার্টফোনটির দাম কত হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

About Author