Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অপেক্ষার শেষ, এই দিন রয়েল এনফিল্ড লঞ্চ করবে তাদের সব থেকে ভালো বাইকটি, দেখে নিন সমস্ত বৈশিষ্ট্য – ROYAL ENFIELD SHOTGUN 650

প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে রয়েল এনফিল্ড বাইক কেনার। এই বাইক সব মানুষের মন জয় করে থাকে। আপনিও যদি এই বাইক কেনার একটা পরিকল্পনা করে থাকেন তাহলে আমরা আপনাকে একটা জরুরি…

Avatar

প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে রয়েল এনফিল্ড বাইক কেনার। এই বাইক সব মানুষের মন জয় করে থাকে। আপনিও যদি এই বাইক কেনার একটা পরিকল্পনা করে থাকেন তাহলে আমরা আপনাকে একটা জরুরি তথ্য দিতে চলেছি। রয়েল এনফিল্ড এর শক্তিশালী বাইক এই মুহূর্তে ভারতের অটোমোবাইল বাজারের সবথেকে জনপ্রিয় বাইক হয়ে উঠেছে। মনে করা হচ্ছে এই কোম্পানিটি এই বছরের শেষের দিকে একটা দারুণ বাইক লঞ্চ করতে পারে যার মাইলেজ এবং বৈশিষ্ট্য হতে চলেছে সবদিক থেকেই দুর্দান্ত। এই বাড়িটি মানুষের মন জয় করার জন্য যথেষ্ট হবে। রয়েল এনফিল্ড কোম্পানির নতুন রয়েল এনফিল্ড শটগান ৬৫০ এর ইঞ্জিন মানুষের মন জয় করার জন্য যথেষ্ট হবে। তাই যদি আপনার এরকম একটি বাইক কেনার ইচ্ছে থাকে তাহলে আর সুযোগ মিস করবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক রয়েল এনফিল্ড কোম্পানির এই বাইকের সমস্ত বৈশিষ্ট্য।

রয়েল এনফিল্ড শটগান ৬৫০ এর ইঞ্জিন বড় বড় কোম্পানির সমস্ত বাইকের তুলনায় হতে চলেছে অনেক বেশি আধুনিক। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ৬৪৮cc প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন ৪৭ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। এর সাথে গিয়ারিং এবং ইঞ্জিন টিউনিং এর ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আরো অত্যাধুনিক কিছু বৈশিষ্ট্য। এই বাইকের উচ্চতা সুপার মিডিয়ার বাইকের থেকে ৫০ মিলিমিটার বেশি হতে চলেছে। মূলত স্ট্রিট বাইক হিসেবে এই বাইকটি বাজারে আনবে রয়েল এনফিল্ড। এই বাইকের হিল বেসের দৈর্ঘ্য হতে চলেছে ১৪৬৫ মিলিমিটার। এই বাইকের অন্যান্য বৈশিষ্ট্যের সম্পর্কে বলতে গেলে এই বাইকে আপনি পেয়ে যাবেন একটি গোল হেডলাইট এবং টার্ন ইন্ডিকেটর, টিয়ার ড্রপ আকারের একটি জ্বালানি ট্যাঙ্ক, পিছনের দিকে থাকবে ফুটপেগ। এছাড়াও আপনারা পাবেন স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাইকে আপনাদের জন্য থাকছে আরো কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য যা হয়তো আপনি আগে রয়েল এনফিল্ডের কোন বাইকে পাননি। এই বাইকটি হতে চলেছে নতুন জেনারেশনের হিমালয়ান ৬৫০ এর একটি আধুনিক সংস্করণ। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বাইকের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি কোম্পানির তরফ থেকে। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই এই বাইকটি ভারতের বাজারে আসতে চলেছে। এবার এটাই দেখার এই বাইকটি ৬৫০ সিসি রেঞ্জের অন্যান্য বাইকের সাথে কিভাবে প্রতিযোগিতা করে।

About Author