Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পারদ চড়াচ্ছে TATA Nexon Ev, লঞ্চ হওয়ার আগে দেখে নিন অন-রোড প্রাইস আপনার রাজ্যে কেমন

বৈদ্যুতিক দুই চাকার গাড়ির পাশাপাশি আমাদের দেশে বৈদ্যুতিক চার চাকার গাড়ির চাহিদাও দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে টাটা কোম্পানির বৈদ্যুতিক গাড়ি বৈদ্যুতিক চার চাকার সেগমেন্টে ঝড় তুলছে। সব ঠিকঠাক চললে চলতি…

Avatar

বৈদ্যুতিক দুই চাকার গাড়ির পাশাপাশি আমাদের দেশে বৈদ্যুতিক চার চাকার গাড়ির চাহিদাও দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে টাটা কোম্পানির বৈদ্যুতিক গাড়ি বৈদ্যুতিক চার চাকার সেগমেন্টে ঝড় তুলছে। সব ঠিকঠাক চললে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর আবারও নতুন পণ্য হিসেবে টাটা নেক্সন ইভি ফেসলিফট লঞ্চ করতে চলেছে কোম্পানি।

এটি কোম্পানির লং রেঞ্জের পাশাপাশি মিড রেঞ্জের সাথে লঞ্চ করা হতে পারে। এর আগেও এই ইভি সেক্টরে বেশ কিছু দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। তবে টাটা এখনও পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী গাড়ি, টাটা নেক্সন ইভি ফেসলিফট বাজারে প্রকাশ করেনি। সংস্থার দাবি অনুযায়ী, এই বৈদ্যুতিক গাড়িটিতে ব্যবহৃত ব্যাটারির সিঙ্গেল চার্জে সহজেই ৪৬৫ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমন পরিস্থিতিতে, আপনিও যদি এই দুর্দান্ত বৈদ্যুতিক গাড়িটি বুক করতে চান তবে একবার আপনি এর অন-রোড দাম পরীক্ষা করে দেখতে পারেন। কারণ প্রতিটি শহরের অন-রোড দাম আলাদা হতে পারে। টাটা নেক্সনের পেট্রোল ডিজেল সংস্করণের ক্ষেত্রেও দামের প্রচুর পার্থক্য দেখা গিয়েছে এর আগে।

TATA Nexon Ev Facelift

• মুম্বাই: ৯.৫৫ লক্ষ টাকা (সিটি স্মার্ট পেট্রল এমটি), ১৮.৭২ লক্ষ টাকা (এস ডিজেল এএমটি)

• দিল্লি: ৯.২৫ লক্ষ টাকা, ১৮.৪৮ লক্ষ টাকা

• বেঙ্গালুরু: ৯.৭৮ লক্ষ টাকা, ১৯.১৫ লক্ষ টাকা

• কলকাতা: ৯.৪৫ লক্ষ টাকা, ১৮.০৬ লক্ষ টাকা

• হায়দ্রাবাদ: ৯.৭৭ লক্ষ টাকা, ১৯.১৪ লক্ষ টাকা

• চেন্নাই: ৯.৪৬ লক্ষ টাকা, ১৮.৮৫ লক্ষ টাকা

• লখনউ: ৯.২৮ লক্ষ টাকা, ১৮.০৪ লক্ষ টাকা

• জয়পুর: ৯.৩৬ লক্ষ টাকা, ১৮.১৯ লক্ষ টাকা

• অমৃতসর: ৯.১৯ লক্ষ টাকা, ১৭.৭৯ লক্ষ টাকা।

• আহমেদাবাদ: ৯.০১ লক্ষ টাকা, ১৭.২২ লক্ষ টাকা

About Author