Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৭৫০ টাকা বেড ভাড়ায় হাসপাতালে পাবেন এসি, টিভির সুবিধা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস কয়েক আগে ঘোষণা করেছিলেন এবার কলকাতার হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোকে নার্সিং হোম এর ধাঁচে তৈরি করবে। অর্থাৎ হাসপাতাল গুলোতে প্রাইভেট কেবিন চালু হবে। এবার হাসপাতালগুলোতে…

Avatar

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস কয়েক আগে ঘোষণা করেছিলেন এবার কলকাতার হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোকে নার্সিং হোম এর ধাঁচে তৈরি করবে। অর্থাৎ হাসপাতাল গুলোতে প্রাইভেট কেবিন চালু হবে। এবার হাসপাতালগুলোতে টাকা দিলে পাওয়া যাবে সমস্ত রকম সুযোগ সুবিধা। দুই ধরনের কেবিন হবে ৩০০ বর্গফুট ও ৩০০ বর্গফুটের বেশি।

চাইলে পাওয়া যাবে সিঙ্গেল কেবিন বা দুজনের কেবিন। কিন্তু তার জন্য আলাদা চার্জ লাগবে। সূত্রের খবর, ঝাঁ চকচকে পরিবেশ, সমস্ত সুবিধা প্রথমে চালু হবে পিজিতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এসি, টিভি, অ্যাটাচড বাথ, বেসিন, প্রাইভেট লকার এবং সোফা সমস্ত কিছুই থাকবে সিঙ্গেল হোক বা ডবল প্রতিটি কেবিনেই । মাত্র ৭৫০ টাকাতেও পাবেন এইসবের সুবিধা।

একইরকম কেবিনের ভাড়া আলাদা হবে হাসপাতাল এর উপর ভিত্তি করে। এমনি জেলা হাসপাতাল, জেলা মেডিক্যাল কলেজ , কলকাতা মেডিক্যাল কলেজ প্রত্যেকের ক্ষেত্রে ভাড়া আলাদা হবে। এসএসকেএমে আধুনিক সুবিধাসম্পন্ন পে কেবিনের সফলতার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্যান্য মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতাল গুলোতে এই ব্যাবস্থা চালু করার। কিন্তু কবে এই ব্যাবস্থা চালু হবে তার দিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ। এই ব্যাবস্থা চালু হলে পশ্চিমবঙ্গের চিকিৎসাব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে আশা করা যাচ্ছে।

About Author