Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

TATA PUNCH গাড়ির সমস্ত জারিজুরি শেষ করবে নতুন ALTO 800, শক্তিশালী ইঞ্জিন এবং লাক্সারি ফিচার পাবেন একেবারে সস্তায়

বেশ কিছুদিন যাবত, ভারতের গাড়ির বাজারে একটা রদবদল হতে শুরু করেছিল। মারুতি সুজুকিকে টপকে এগিয়ে যাচ্ছিল টাটা। টাটা পাঞ্চ যেন সবদিক দিয়েই আটকে দিচ্ছিল maruti suzuki alto 800 এর গতি।…

Avatar

বেশ কিছুদিন যাবত, ভারতের গাড়ির বাজারে একটা রদবদল হতে শুরু করেছিল। মারুতি সুজুকিকে টপকে এগিয়ে যাচ্ছিল টাটা। টাটা পাঞ্চ যেন সবদিক দিয়েই আটকে দিচ্ছিল maruti suzuki alto 800 এর গতি। তবে এবারে, ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি তাদের নতুন গাড়িটিকে একেবারে নতুন অবতারে লঞ্চ করে দিয়েছে। এই নতুন গাড়িতে আপনারা পাচ্ছেন এমন কিছু ফিচার যা আপনি এই দামে টাটা গাড়িতে পাচ্ছেন না। এই গাড়িটি এই মুহূর্তে মধ্যবিত্তদের তালিকায় এক নম্বরে উঠে এসেছে। এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাবেন নতুন হেড ল্যাম্প এবং টেইল ল্যাম্প। এই গাড়িতে আপনাদের জন্য দেওয়া হবে একটি স্পোর্টি ফ্রন্ট গ্রিল বাম্পার যা সমস্ত ধরনের ক্ষত থেকে এই গাড়িকে রক্ষা করবে। এই নতুন গাড়িটি মারুতি সুজুকি কোম্পানির হার্ড ডেক নির্মিত হবে। এই গাড়িটি আপনি পাবেন তিনটি ট্রিমে – এসটিডি, এল এবং ভি। এল ট্রিমের গাড়িটি আপনি পেয়ে যাবেন সিএনজি কিটের সাথেও। চলুন জেনে নেওয়া যাক, MARUTI ALTO 800 এর ব্যাপারে আরো বিস্তারিত।

এই দুর্দান্ত গাড়িটি আপনি ছয়টি কালার অপশনে পেয়ে যাবেন। এই কালার অপশন গুলি হল যথাক্রমে সিল্কি সিলভার, আপটাউন রেড, মজিত গ্রিন, গ্রানাইট গ্রে, সলিড হোয়াইট এবং সিরুলিয়ন ব্লু। এছাড়াও আপনি স্পিডি ব্লু, আর্থ গোল্ড এবং সিজলিং রেড অপশন পেয়ে যাবেন। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড অটো সাপোর্টিং ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, কি লেস এন্ট্রি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, ড্রাইভার সাইড এয়ার ব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, EBD এবং তার সাথেই অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন স্টিয়ারিং মাউন্টটেড অডিও কন্ট্রোল সিস্টেম, এবং আরো অনেক বড় বড় কিছু ফিচার। এই গাড়িতে আপনারা পাবেন ৭৯৬ সিসি বিএস৬ ইঞ্জিন। এই গাড়ির সাথে ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত করা হয়েছে। এছাড়াও এই গাড়িতে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত মাইলেজ। পেট্রোল ভেরিয়েন্ট এর ব্যাপারে বলতে গেলে এই গাড়িটি আপনাকে ২২ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেবে। অন্যদিকে সিএনজি ভেরিএনটি আপনারা পেয়ে যাবেন ৩১.৫৯ কিলোমিটার প্রতি কেজি মাইলেজ। সবদিক থেকেই এই গাড়িটি আপনার জন্য অত্যন্ত সাশ্রয়ী গাড়ি হতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িটির বেস প্রাইস রাখা হয়েছে মাত্র ২.৯৪ লক্ষ টাকা। এলএক্সআই মডেলের জন্য দাম রাখা হয়েছে ৩.৫০ লক্ষ টাকা। এছাড়াও ভি ট্রিমের গাড়িটির জন্য দাম রাখা হয়েছে ৩.৭২ লাখ টাকা। এর আগের অল্টো ৮০০ গাড়ির দাম ছিল ২.৬৭ লক্ষ টাকা। তবে, যেহেতু এটি আগের থেকে অনেক বেশি আপডেটেড গাড়ি, তাই এর দাম মোটামুটি ২২ থেকে ২৮ হাজার টাকা বেশি।

About Author