Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামী ১১ দিনে ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ছুটির তালিকা দেখে ব্যাঙ্কের কাজ এক্ষুনি সেরে নিন

সমস্ত ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর আছে। যদি ব্যাঙ্ক সম্পর্কিত কোনও কাজ থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি সম্পূর্ণ করুন কারণ আগামীকাল ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে বেশ কয়েকদিন…

Avatar

সমস্ত ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর আছে। যদি ব্যাঙ্ক সম্পর্কিত কোনও কাজ থাকে তবে যত তাড়াতাড়ি সম্ভব এটি সম্পূর্ণ করুন কারণ আগামীকাল ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে বেশ কয়েকদিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। যদি দেখা যায়, আগামী ১১ দিনের মধ্যে ৯ দিনের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে উৎসবের পাশাপাশি শনি ও রবিবারের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। টানা ছুটির কারণে গ্রাহকদের ব্যাঙ্ক সংক্রান্ত কাজ ব্যাহত হতে পারে।

এইমাসেই গেছে গণেশ চতুর্থী। তাই ইতিমধ্যেই মাসের শুরুতে একাধিক রাজ্যে একাধিক দিনে ছুটি ছিল। তবে এই মাসের শেষের দিকে আরও অনেক ছুটি আছে। ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবায় ব্যাঙ্ক ছুটির কোনও প্রভাব নেই। UPI এর মাধ্যমেও টাকা স্থানান্তর করা যেতে পারে, যখন আপনি নগদ তোলার জন্য ATM ব্যবহার করতে পারেন। আপনি নেট ব্যাঙ্কিং, এটিএম, ডিজিটাল পেমেন্ট, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমেও আপনার কাজ করতে পারেন। কিন্তু ব্যাঙ্কে গিয়ে যেই কাজ করতে হবে তাতে সমস্যায় পড়বেন আপনি। আগামী ১১ দিনে ৯ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কের। কবে কোথায় ছুটি রয়েছে তা জানতে অবশ্যই নিম্নলিখিত তালিকাটি দেখে নিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

22 সেপ্টেম্বর, শুক্রবার- শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস

23 সেপ্টেম্বর, শনিবার- চতুর্থ শনিবার, মহারাজা হরি সিং জির জন্মদিন

24 সেপ্টেম্বর 2023- রবিবারের কারণে ব্যাংক বন্ধ

25 সেপ্টেম্বর, সোমবার – শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী

27 সেপ্টেম্বর, বুধবার – মিলাদ-ই-শেরিফ (নবী মুহাম্মদের জন্মদিন)

28 সেপ্টেম্বর, বৃহস্পতিবার – ঈদ-ই-মিলাদ/ঈদ-ই-মিলাদুন্নবী – (নবী মোহাম্মদের জন্মদিন) (বড় ওয়াফাত)

29 সেপ্টেম্বর, শুক্রবার – ঈদ-ই-মিলাদ-উল-নবীর পর ইন্দ্রযাত্রা

1 অক্টোবর 2023: রবিবার

2 অক্টোবর 2023, সোমবার: মহাত্মা গান্ধী জয়ন্তী

About Author