Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লং রেঞ্জের সাথে দুর্দান্ত ফির্চাস, লো-বাজেটের ধাসু ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Techo – ELECTRIC SCOOTER

আর দুশ্চিন্তা নয়, এবার মধ্যবিত্তের পকেটেও থাকবে হাজার হাজার টাকা। কারণ দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। যা কিনতে হাতে গোনা কয়েকটি টাকা ব্যয় করতে হবে…

Avatar

আর দুশ্চিন্তা নয়, এবার মধ্যবিত্তের পকেটেও থাকবে হাজার হাজার টাকা। কারণ দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। যা কিনতে হাতে গোনা কয়েকটি টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের। শুধু তাই নয়, শক্তিশালী এই ইলেকট্রিক স্কুটারের অবিশ্বাস্য মাইলেজ, গ্রাহকদের খরচ কমাবে অনেকাংশে। আমরা এই নিবন্ধে আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারত সহ পৃথিবীর প্রত্যেকটি দেশে জ্বালানি তেলের ঊর্ধ্বমূলের কারণে দিনের পর দিন চাহিদা বেড়েই চলেছে ইলেকট্রিক স্কুটারের।

বিষয়টি মাথায় রেখে ধারাবাহিক কোম্পানিগুলির সাথে একাধিক নতুন স্ট্যাট-আপস দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে ভারতীয় বাজারে। এবার সেই তালিকায় নাম লেখালো Techo নামের একটি নতুন কোম্পানি। যারা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার তথা ‘টেকো ইলেক্ট্রা র‌্যাপ্টর ইলেকট্রিক স্কুটার’ সম্প্রীতি লঞ্চ করেছে ভারতীয় বাজারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টেকো ইলেক্ট্রা র‌্যাপ্টর ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার পর থেকে এই ইলেকট্রিক স্কুটারটি তুমুল আলোচনায় রয়েছে। অবশ্য সোশ্যাল মিডিয়ায় গরম সংবাদে পরিণত হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে এই ইলেক্ট্রিক স্কুটারটির। দুর্দান্ত মাইলেজ এবং অবিশ্বাস্য ফির্চাসের কারণে গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে শুরু করেছে এই গাড়িটি। চলুন আজকের নিবন্ধে দেখে নেওয়া যাক গাড়িটির একাধিক বৈশিষ্ট্য-

প্রথমেই আমরা আপনাদের বলে রাখি, টেকো ইলেক্ট্রা র‌্যাপ্টর ইলেকট্রিক স্কুটার ভারতের বাজারে প্রাপ্ত অন্য সকল স্কুটারের চেয়ে ওজনে হালকা। যার কারণে এর মাইলেজ দেওয়ার ক্ষমতাও অন্যান্য স্কুটার তুলনায় অনেক বেশি। 1.8 কিলোওয়াটের ব্যাটারি থাকার শর্তেও গাড়িটি এক চার্জে সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। শুধু তাই নয়, মাত্র 4 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয় এই ইলেক্ট্রিক স্কুটারটি। সর্বোচ্চ 25 কিলোমিটার গতিতে চলতে পারা এই গাড়িটির বিক্রয় মূল্যের কথা যদি বলি, সে ক্ষেত্রে অন-রোড গাড়িটির মূল্য 79,880 টাকা নির্ধারণ করা হয়েছে।

About Author