ভারত সরকারের নিজস্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল একটি দারুন পরিকল্পনা নিয়ে এসেছে ভারতের সাধারণ মানুষের জন্য। বিএসএনএলের এই প্ল্যানে আপনি ১৯৭ টাকায় পুরো ৭০ দিন পর্যন্ত কথা বলতে পারবেন। সব থেকে বড় কথা হল এই প্ল্যান যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার কল সংযোগ কখনোই বিচ্ছিন্ন হবে না। যারা সস্তায় একটা দীর্ঘ মেয়াদী বিকল্প খুঁজছেন তাদের জন্য এই প্ল্যান হবে একেবারে উপযোগী। এই প্ল্যান তাদের জন্য যারা নিজেদের সিম দীর্ঘ সময়ের জন্য সচল রাখতে চান এবং তাদের চাহিদা পূরণ করেন। বিএসএনএল সাধারণত বেশি দামি প্ল্যান নিয়ে আসে না। কম বাজেটে বেশি বৈধতা দিয়ে থাকে বিএসএনএল। যদি আপনি ৩০ দিনের হিসাবে এই প্ল্যান বিবেচনা করেন তাহলে মাত্র ৮৪ টাকায় আপনি এক মাসের সমস্ত কল বেনিফিট পেয়ে যাবেন।
১৯৭ টাকার এই প্ল্যানের বৈধতা ৭০ দিন। অর্থাৎ আপনি ১৯৭ টাকায় ২ মাস ১০ দিনের বৈধতা পেয়ে যাবেন। এই অনুসারে আমরা যদি ৭০ দিনের মাসিক খরচ দেখি তাহলে ৮৪ টাকায় আপনি এক মাসের সমস্ত কল করে নিতে পারবেন। দৈনিক মাত্র দু টাকার বেশি খরচ করলেই আপনার সব কাজ হয়ে যাবে। যদি আপনি কম বাজেটের প্ল্যান এই মুহূর্তে খুজে থাকেন তাহলে এটি আপনার জন্য সবথেকে ভালো প্ল্যান হতে চলেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারত সঞ্চার নিগম লিমিটেডের ১৯৭ টাকার প্ল্যান ৭০ দিনের জন্য সীমাহীন ভয়েস কল প্রদান করে। এতে আপনি পেয়ে যাবেন ২ জিবি পর্যন্ত ইন্টারনেট। উচ্চগতি ডেটা শেষ হয়ে যাওয়ার পরে ইন্টারনেটের গতি ৪০ কেবিপিএস হয়ে যাবে। এছাড়াও এই প্ল্যানে আপনি ১০০ টি এসএমএস বিনামূল্যে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ZING অ্যাক্সেস। তবে, বিনামূল্যে সুবিধা কিন্তু আপনি পাবেন মাত্র ১৫ দিনের জন্যই। অর্থাৎ বিনামূল্যে আপনি কল করতে পারবেন ১৫ দিনের জন্য কিন্তু আপনি কল রিসিভ করতে পারবেন ৭০ দিনের জন্য। যদি আপনার সিম কার্ড চালু রাখার জন্য কোন প্ল্যানের প্রয়োজন হয় তাহলে এটা আপনার জন্য ভালো হতে চলেছে।