Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

25GB হাই-স্পিড ইন্টারনেটের সাথে 30 দিনের বৈধতা, 300 টাকার কম মূল্যে Jio দিচ্ছে বাম্পার রিচার্জ প্ল্যান

এই মুহূর্তে ভারতের বাজারে যে'কটি টেলিকমিউনিকেশন সংস্থা হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে, তারমধ্যে Reliance jio অন্যতম। সবচেয়ে কম টাকার রিচার্জ প্ল্যানের পাশাপাশি এই সংস্থাটি গ্রাহকদের জন্য একাধিক সুবিধা প্রদান…

Avatar

এই মুহূর্তে ভারতের বাজারে যে’কটি টেলিকমিউনিকেশন সংস্থা হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে, তারমধ্যে Reliance jio অন্যতম। সবচেয়ে কম টাকার রিচার্জ প্ল্যানের পাশাপাশি এই সংস্থাটি গ্রাহকদের জন্য একাধিক সুবিধা প্রদান করে থাকে। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, ভারতে প্রায় 40 লাখের বেশি মানুষ জিও নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে।

আজকের নিবন্ধে আমরা আপনাদের রিলায়েন্স জিওর সবচেয়ে দামদার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি। যেখানে আপনি হাই-স্পিড ইন্টারনেট পরিষেবার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং করার সুবিধা পাবেন। শুধু তাই নয়, দুর্দান্ত এই রিচার্জ প্ল্যানে আপনি জিওর একাধিক অ্যাপ্লিকেশনের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। আর দুর্দান্ত এই রিচার্জ প্ল্যান গ্রহণ করতে হলে আপনাকে খরচ করতে হবে 300 টাকার কম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, জিওর এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

1. 296 টাকার রিচার্জ প্ল্যান: জিওর এই দুর্দান্ত রিচার্জ প্ল্যান গ্রহণ করতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র 296 টাকা। যেখানে আপনি পুরো 30 দিনের বৈধতা পাবেন। শুধু তাই নয়, 25GB হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা পাবেন এই রিচার্জ প্ল্যানে। এছাড়া প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং-এর পাশাপাশি যেকোনো নম্বরে 100 SMS করার সুযোগ পাবেন।

2. 299 টাকার রিচার্জ প্ল্যান: 300 টাকার মধ্যে এটাই জিওর সবচেয়ে লাভজনক রিচার্জ প্ল্যান। যেখানে আপনি প্রতিদিন 2GB হাই-স্পিড ইন্টারনেটের পাশাপাশি 28 দিনের বৈধতা পাবেন। এছাড়া যে কোন নম্বরে প্রতিদিন 100 SMS করার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন। পাশাপাশি jio TV, jio Cinema, jio Cloud-এর মতো এপ্লিকেশনে ফ্রি সাবস্ক্রাইবশন পাবেন।

About Author