দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের বাজারে চলে এসেছে টাটা কোম্পানির নতুন নেক্সন ২০২৩। আপনি যদি এই মুহূর্তে একটি এসইউভি গাড়ি কেনার কথা ভাবেন তাহলে এটা হতে চলেছে আপনার সব থেকে ভালো পছন্দ। লঞ্চের পরে টাটা মোটর এবারে নতুন নেকসনের মাইলেজ প্রকাশ করে দিয়েছে যা দেখাচ্ছে টাটার এই নেক্সন গাড়িটি দারুন মাইলেজ দিতে চলেছে আপনাকে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন গাড়ির ব্যাপারে বিস্তারিত।
এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন বেশ কয়েকটি নতুন নতুন বিকল্প। এর মধ্যে রয়েছে ১.২ লিটার টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন এবং তার সাথেই রয়েছে ৫-স্পিড MT। এই গাড়িটি আপনাকে ১৭.০১ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে। এছাড়াও রয়েছে, ১.২ লিটার ৬ স্পীড MT ইঞ্জিন এবং সেই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১৭.৪৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। ১.২ লিটার পেট্রোল ৬ স্পীড AMT গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ১৭.১৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। ১.২ লিটার টার্বো পেট্রোল ৭ স্পীড DCT ইঞ্জিন বিশিষ্ট গাড়িটিতে আপনারা পাবেন ১৭.০১ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ। ১.৫ লিটার টার্বো চার্জ ডিজেল ৬ স্পীড MT গাড়িটিতে আপনারা পাবেন ২৩.২৩ কিলোমিটার মাইলেজ। ১.৫ লিটার টার্বো ডিজেল ৬ স্পীড AMT ইঞ্জিন বিশিষ্ট গাড়িতে আপনারা পেয়ে যাবেন ২৪.০৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই গাড়ির নতুন ইঞ্জিন সম্পর্কে কথা বললে এই গাড়িতে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত আপনাকে ৫৫০০ আরপিএম গতিতে ১২০ PS শক্তি দিতে পারে। অন্যদিকে ১৭৫০ RPM থেকে ৪০০০ RPM গতিতে ১৭০ নিউটন মিটার টর্ক দিতে পারে। এই গাড়ির ইঞ্জিনটি চারটি ট্রান্সমিশন বিকল্পের সাথে উপলব্ধ রয়েছে। আপনি যদি এরকম একটি গাড়ি কেনার কোন পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই তালিকায় রাখতে পারেন টাটা কোম্পানির এই নতুন নেক্সনকে।