সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি সাবিনা জোশি নামের এক মাঝবয়সী বৌদির ইনস্টা অ্যাকাউন্ট থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। এই ঝলকে এই বৌদিকে একটু অন্যধরনের খোলামেলাভাবেই নীল শাড়ি পরতে দেখা গিয়েছিল। ডিপ নীল ব্লাউজের পাশাপাশি হালকা মেকাপও এদিন নিতে দেখা গিয়েছিল তাকে। হালকা আই মেকাপের পাশাপাশি গলায় পেন্ডেন্ট পরেছিলেন তিনি। খোলা চুলে সাহসী আবেদনের সহিত পরিবেশন করেছিলেন নৃত্য। বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট গান ‘যারা দেখ মেরা ইয়ে পাগালপান’এর তালেই দেখা মিলেছিল সাবিনার। পর্দায় এই গানটি অলকা ইয়াগ্নিকের কন্ঠেই শোনা গিয়েছিল, যা আজও মনে থেকে গিয়েছে সাধারণ দর্শকদের। এই মুহূর্তে এই গানের সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন সাবিনা।
নীল শাড়িতে ঠুমকা দিয়ে মন জিতে নিলেন এই সুন্দরী ভাবী, মানুষও বেশ উপভোগ করল – VIRAL VIDEO
আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে…

আরও পড়ুন