Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সুইসাইড ভেস্ট’ পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি! টুইটারে ট্রোল পাক গায়িকা!

সুইসাইড ভেস্ট পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে হুমকি দিয়ে বিপাকে পড়লেন পাক পপ গায়িকা রাবি পীরজাদা। কয়েক মাস আগেই সাপ ও কুমির নিয়ে ভিডিও আপলোড করে একই ভাবে বিপাকে পড়েছিলেন…

Avatar

সুইসাইড ভেস্ট পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে হুমকি দিয়ে বিপাকে পড়লেন পাক পপ গায়িকা রাবি পীরজাদা। কয়েক মাস আগেই সাপ ও কুমির নিয়ে ভিডিও আপলোড করে একই ভাবে বিপাকে পড়েছিলেন তিনি। কিন্তু তা থেকে যে শিক্ষা নেননি তা আবার প্রমাণ করলেন তিনি।

গতকাল তিনি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, সেখানে তাকে একটি ‘সুইসাইড ভেস্ট’ পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার বলেও আখ্যা দেন। আর তার এই ছবি পোস্ট করার পর থেকেই তিনি পড়েছেন ভারতীয় টুইটার ব্যবহারকারী দের বিদ্রুপের মুখে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ক্যাপশনে তিনি নিজেকে কাশ্মীরের মেয়ে বলেও উল্লেখ করেছেন। ছবিটি পোস্ট করার পরেই তাকে নিয়ে শুরু হয়ে যায় ট্রোল, মিমের বন্যা। টুইটারে তার পোষাককে পাকিস্তানের জাতীয় পোষাক বলে ট্রোল করা শুরু হয়ে যায়। একজন টুইটার ইউজার তার টুইটে রিপ্লাই করেন , ‘আপনাকে পাকিস্তানের জাতীয় পোষাকে দারুণ মানিয়েছে!’ আর একজন টুইটার ইউজার রিপ্লাই করেন, ‘পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান এই পোষাককে পাকিস্তানের জাতীয় পোষাক ঘোষণা করেছেন!’

এইসবের জবাবে পাকিস্তানি গায়িকা দাবি করেছেন, তিনি একটি ভিডিওর শ্যুটিং চলাকালীন এই ছবিটি তোলেন। কয়েক মাস আগেই তিনি সাপ ও কুমির নিয়ে ভিডিও আপলোড করে চরম বিপাকে পড়েছিলেন। তার নামে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। তবে তার থেকে তিনি যে কিছুই শিক্ষা নেননি এই পোস্ট তারই প্ৰমাণ।

এরকম সমস্ত আপডেট পেতে উপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।

About Author