টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ভারতীয় বোলাররা ১৫.২ ওভারে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের প্যাভিলিয়ন ফিরিয়ে দেন। শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই ২০ রানের গণ্ডি অতিক্রম করতে পারেননি।এটি ভারতের বিপক্ষে ওয়ানডেতে যে কোনো দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ওয়ানডেতে ভারতের বিপক্ষে সর্বনিম্ন স্কোর ছিল বাংলাদেশের নামে। ২০১৪ সালে ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জিম্বাবুয়ের দখলে রয়েছে ওয়ানডেতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে দল।𝘾𝙃𝘼𝙈𝙋𝙄𝙊𝙉𝙎 🏆
India storm to victory in the #AsiaCup2023 Final against Sri Lanka 🔥📝: https://t.co/UROMhx0HTs pic.twitter.com/X4OOrGDJ6H— ICC (@ICC) September 17, 2023
সাফল্যের সপ্তমে এশিয়া সেরা ভারত, লজ্জার রেকর্ডে ডুবেছে শ্রীলঙ্কা
২৬৩ বল বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনাল ম্যাচ জিতে নিয়েছে ভারত। এর আগে ২০০১ সালে ২৩১ বল বাকি থাকতে কেনিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?