Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

200MP ক্যামেরা সহ অবিশ্বাস্য ফির্চাস, নতুন সিরিজের 5G ফোন লঞ্চ করলো REDMI

যুগের অগ্রগতির সাথে দিনের পর দিন নতুনত্ব ফির্চাস আসছে হাতে থাকা স্মার্টফোনে। এক সময় যেখানে চিঠির মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে কয়েক মাস সময় লাগতো আজ তা কয়েক সেকেন্ডে এসে দাঁড়িয়েছে।…

Avatar

যুগের অগ্রগতির সাথে দিনের পর দিন নতুনত্ব ফির্চাস আসছে হাতে থাকা স্মার্টফোনে। এক সময় যেখানে চিঠির মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে কয়েক মাস সময় লাগতো আজ তা কয়েক সেকেন্ডে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে বিশ্ববাজারে স্মার্টফোনের আগমনের ফলে পুরো পৃথিবী এখন হাতের মুঠোয় এসে পৌঁছেছে সাধারণ মানুষের। যদি এই মুহূর্তে আপনি দুর্দান্ত একটি স্মার্টফোন ক্রয় করতে চান, তবে আপনাকে অবশ্যই আজকের এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে হবে।

কারণ, খুব শীঘ্রই ভারতের বাজারে চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা রেডমি তাদের Redmi 12 সিরিজের নতুন আপডেট ভার্সন তথা Redmi Note 13 Pro লঞ্চ করতে চলেছে। বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী, চলতি মাসেই ভারতের বাজারে লঞ্চ করা হবে এই দামদার 5G স্মার্ট ফোন। আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, Redmi Note 13 Pro স্মার্টফোনের দাম স্পেসিফিকেশন এবং অন্যান্য অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিবন্ধের শুরুতে যদি শক্তিশালী এই ফোনের দুর্দান্ত ক্যামেরার কথা বলি, তবে অনুমান করা হচ্ছে এতে প্রাথমিক ক্যামেরা সেন্সর হিসেবে 200 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হতে পারে। সেই সাথে এই স্মার্ট ফোনে প্রসেসর হিসেবে দেখা যেতে পারে 4nm মিডিয়াটেক ডাইমেনসিটি 7200-আল্ট্রা চিপসেট। যা ডাইমেনসিটি 7200 চিপসেটের একটি আপডেট ভার্সন।

এছাড়া Redmi Note 13 Pro স্মার্টফোনে 6.67-ইঞ্চির OLED ডিসপ্লে দেখতে পাওয়া যেতে পারে। শুধু তাই নয়, শক্তিশালী এই স্মার্ট ফোনে 16GB RAM-এর পাশাপাশি 256GB ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে। তাছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনে ফাস্ট চার্জিং সাপোর্টসহ 4,880mAh-এর বৃহৎ ব্যাটারী প্যাক দেখা যেতে পারে। যদি দামের কথা বলি, তবে ভারতের বাজারে 18,000 টাকার কাছাকাছি বিক্রয় মূল্য হতে পারে এর।

About Author