সাম্প্রতিক এই ঝলকে শাড়ি লুকেই দেখা গিয়েছে নিশাকে। তিনি নাচের থেকেও বেশি সাহসী শরীরী আবেদনের জন্যই পরিচিত নেটজনতার অধিকাংশের মাঝে। এদিন বলিউডের অন্যতম হিট গান ‘চাড়তি জাওয়ানি’র তালেই দেখা মিলেছিল যুবতীর। শাড়ির সরু প্লিটেই ঠুমকা লাগিয়েছিলেন তিনি। খোলা চুলে হাসিতেই ঘায়েল করেছিলেন একাংশকে। সোশ্যাল মিডিয়ার পাতাতে তার ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি উল্লেখ্য গানের তালেই নেটদুনিয়ার তাপমাত্রা বাড়িয়েছিলেন নিশা। সেই তাপমাত্রা যে নেটনাগরিকদের মনেও উষ্ণতা ছড়িয়েছে, তা আর আলাদাভাবে বলার নয়।View this post on Instagram
‘চাড়তি জাওয়ানি’, গানে খোলা চুলে ঘায়েল করেছেন এই সুন্দরী যুবতী, দেখে গলে গেলেন মানুষ – VIRAL VIDEO
বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বেশিরভাগের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। কমবেশি ছোট থেকে বড় প্রায় সকলেই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান সোশ্যাল মিডিয়ার পাতায়। কর্মব্যস্ত জীবনে নেটদুনিয়ায়…

আরও পড়ুন