অভিনেতা শেয়ার করে নেওয়া সাম্প্রতিক এই ঝলক রীতিমতো উচ্ছ্বসিত করে তুলেছে অধিকাংশ সিনেমাপ্রেমীদের। দক্ষিণী ছবির জনপ্রিয়তা এখন গোটা বিশ্বে। এদিন ছবি মুক্তির দিন প্রকাশ্যে আসতেই কমেন্টবক্স ভরে গিয়েছে উচ্ছ্বাস ও শুভেচ্ছাবার্তায়। তারকা থেকে সাধারণ সকলেই মন্তব্যবক্স ভরিয়ে দিয়েছেন। কেউ আগে থেকেই লিখে দিলেন যে এই ছবি সুপার ডুপার হিট হতে চলেছে। আবার কেউ নিজেদের অপেক্ষা ও উচ্ছ্বাসের কথা জানিয়েছেন স্পষ্ট করেই। কেউ আবার নিজেদের অধৈর্য হয়ে যাওয়ার কথা লিখেছেন। আবার কেউ জানিয়েছেন তার প্রিয় ছবির জন্য অপেক্ষার কথা। সব মিলিয়ে এই ছবি যে বলিউডকে আবারো ধাক্কা দিতে চলেছে, তা আর আলাদাভাবে উল্লেখ করার অপেক্ষা রাখে না।শোনা যাচ্ছে, ২০২৪ এর স্বাধীনতা দিবসের সময়ই বলিউডের সিঙ্গাম ফিরছে আবারো। ‘সিঙ্ঘাম এগেন’ নিয়েই বড়পর্দায় হাজির থাকতে চলেছেন অজয় দেবগন। তবে পুষ্পার সামনে এই ছবি কতটা নিজের আধিপত্য বিস্তার করতে পারে! সেটাই আপাতত দেখার।
স্বাধীনতায় ফিরছে ‘পুষ্পা’, মুক্তির দিন প্রকাশ পেতেই দর্শকমহলে খুশির জোয়ার – PUSHPA 2 RELEASE DATE
'পুষ্পা: দ্যা রাইজ' দেখার পর থেকেই এই ছবির দ্বিতীয় ভাগের জন্য অপেক্ষা করছিলেন অগণিত দর্শকমহল। বিগত বেশ কিছু সময় ধরেই প্রস্তুতি চলছে 'পুষ্পা: দ্যা রুল'এর। ইতিমধ্যেই ছবির শুটিংপর্ব শেষ হয়েছে।…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?