সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ঝলকে অঞ্জলি জোয়েলকে দেখা গিয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ার একাংশের মাঝে একজন পরিচিত ডিজিটাল ক্রিয়েটর। এদিন তিনি খয়েরি রঙের গ্লসি শাড়ি ও লাল ব্লাউজে হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। খোলা চুলে, লাল লিপস্টিক পরেছিলেন তিনি। নিয়েছিলেন ভারী মেকাপও। তিনি যে এই ধরনের নাচের রিল ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। উল্লেখ্য, এদিন শ্রেয়া ঘোষালের অন্যতম জনপ্রিয় হিট আইটেম নম্বর ‘বালমা’র তালেই ঘায়েল করেছিলেন নেটজনতার একাংশকে। প্রশংসিতও হয়েছিলেন একাংশের মাঝে। অবশ্য সেই ঝলক কমেন্টবক্সেই রয়েছে।
শাড়ি লুকে হিন্দি গানে দুর্দান্ত নাচ এই যুবতীর, নাচ দেখলে শরীরে কারেন্ট লাগবে – VIRAL VIDEO
আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে…

আরও পড়ুন