Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দারুন শক্তি নিয়ে বাজারে হাজির হচ্ছে Hero Passion Pro 125, জেনে নিন এর সমস্ত ফিচার

অটোমোবাইল সেক্টরে এখন রীতিমতো হইচই পড়ে গিয়েছে Hero কোম্পানির জন্য। এই কোম্পানিটি এমন একটি বাইক ভারতের বাজারে নিয়ে এসেছে, যে বাইকটি কয়েকদিনের মধ্যেই ভারতের বাজারে একেবারে সাড়া ফেলে দিয়েছেন। Hero…

Avatar

অটোমোবাইল সেক্টরে এখন রীতিমতো হইচই পড়ে গিয়েছে Hero কোম্পানির জন্য। এই কোম্পানিটি এমন একটি বাইক ভারতের বাজারে নিয়ে এসেছে, যে বাইকটি কয়েকদিনের মধ্যেই ভারতের বাজারে একেবারে সাড়া ফেলে দিয়েছেন। Hero কোম্পানির এই বাইকটি হলো Hero Passion। এই বাইকটি ভারতের বাজারে একটা আলাদাই সাড়া ফেলেছে এবং ১২৫ সিসি সেগমেন্টের অন্যান্য বাইকের অবস্থা একেবারে খারাপ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে হিরো তার প্যাশন প্রো বাইকটিকে আরও দর্শনীয় লুক দিয়ে বাজারে লঞ্চ করেছে। আপনিও যদি এখন একটি ১২৫ cc বাইক কিনতে চান, তাহলে Hero Passion Pro-এর এই মডেলটি আপনার জন্য চমৎকার হতে চলেছে। আসুন জেনে নিই হিরোর এই দুর্দান্ত বাইকের বৈশিষ্ট্য এবং মাইলেজ সম্পর্কে।

Hero Passion Pro 125 বাইকে আপনি একটি শক্তিশালী ইঞ্জিন দেখতে পাবেন। Hero Passion Pro 125 বাইকে, আপনাকে একটি চমৎকার ১২৫ cc ইঞ্জিন দেওয়া হচ্ছে। হিরো কোম্পানি এখনও এই দুর্দান্ত বাইকের কোনও লঞ্চের তারিখ প্রকাশ করেনি। ২০২৩ সালের শেষ নাগাদ, আপনি বাজারে এই দুর্দান্ত বাইকটি দেখতে পাবেন। আপনি যদি বাইকের শৌখিন হন তবে কিছুক্ষণ অপেক্ষা করুন। আর কিছুদিন পরেই আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন Hero’s Passion Pro ১২৫ সিসির বাইক। এছাড়াও, Hero Passion Pro 125 বাইকে আপনি অনেক নতুন আপডেটও দেখতে পাবেন, যা আপনি আগে কখনো দেখেননি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Hero Passion Pro 125-এর এই বাইকে আপনাকে চমৎকার মাইলেজ দেওয়া হচ্ছে। হিরোর এই দারুন বাইকে আপনাকে ৭০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেওয়া হয় যা বাইকের রেঞ্জ অনুযায়ী খুব ভালো মাইলেজ। এছাড়াও, আপনি যদি এই বাইকটি ধীরে এবং স্মার্টভাবে চালান তবে আপনি প্রতি লিটারে ৭৫ থেকে ৮০ কিলোমিটার মাইলেজ পেতে পারেন। তবে এই বাইকের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এর দারুন লুকস।

Hero Passion Pro 125 বাইকটি বাজারে আনা হয়েছে অত্যন্ত আকর্ষণীয় দামে। এই দুর্দান্ত বাইকের বাজার মূল্য ৭৩,৯০০ টাকা। অনেক ক্ষেত্রে মনে হতে পারে মাত্র ১২৫ সিসি বাইকের দাম এত বেশি কেনো? কিন্তু এই বাইকের বেশি দামের প্রধান কারণটাই হলো এর দারুন লুক। যদি সবকিছু নিয়ে একসাথে তুলনা করা হয়, তবে এই বাইকের থেকে ভালো ১২৫ সিসি বাইক আর পাবেন না।

About Author