স্যামসাং স্মার্টফোনের দুনিয়ায় অনেক পুরনো একটি কোম্পানি। ক্রেতারা স্যামসাংয়ের সব সিরিজের স্মার্টফোনই পছন্দ করেছেন। আজ আমরা স্যামসাংয়ের একই ধরনের শক্তিশালী ফিচারযুক্ত স্মার্টফোনের কথা বলছি, যার নাম Samsung Galaxy M13 5G Prime। স্যামসাং কোম্পানির এই স্মার্টফোনের ফিচারের কথা যদি বলা হয়, তাহলে এতে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এতে রয়েছে শক্তিশালী RAM ও ক্যামেরা কোয়ালিটি।
স্যামসাংয়ের এই স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ- ট্রু ৫০ মেগাপিক্সেল (এফ১.৮) মেইন ক্যামেরা + ২ মেগাপিক্সেল (এফ২.৪)। রয়েছে ৫ মেগাপিক্সেল (এফ২.০) ফ্রন্ট ক্যামেরা। যারা ছবি ত্তুলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোন কার্যকর হতে পারে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join NowGalaxy M13 5G Prime এ রয়েছে ১১ টি ৫ জি ব্যান্ড সহ সুপারফাস্ট ৫ জি, অ্যান্ড্রয়েড ১২ সহ শক্তিশালী এমটিকে ডি ৭০০ অক্টা কোর ২.২ জিএইচ, ওয়ান ইউআই কোর ৪। স্যামসাংয়ের এই স্মার্টফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে রয়েছে ১৬.৫৫ সেন্টিমিটার (৬.৫ ইঞ্চি) এলসিডি, ৭২০×১৬০০ পিক্সেল রেজোলিউশনের এইচডি+ রেজোলিউশন, ১৬ এম কালারসহ ২৬৯ পিপিআই।
Galaxy সিরিজের এই স্মার্টফোনটির অন্যতম বিশেষ দিক হল ব্যাটারি। ফোনে দেওয়া রয়েছে ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। সব মিলিয়ে স্যামসাংয়ের স্মার্টফোনের সব ফিচারই বেশ চোখে পড়ার মতো। এই ফোনে রয়েছে স্টোরেজ প্লাস সহ ১২ জিবি পর্যন্ত RAM। ৬৪ গিগাবাইট ইনবিল্ড মেমরি ১ টিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়।