তড়িৎ ঘোষ : নভেম্বরে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ সিরিজের অন্তিম ম্যাচ খেলা হবে ইডেনে ২২-২৬ নভেম্বর। এই ম্যাচে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যথাক্রমে নরেন্দ্র মোদী ও সেখ হাসিনাকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও।
ক্রিকেটের নন্দনকাননে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছে সি এ বি। এছাড়াও সৌরভ গাঙ্গুলীর বোর্ড প্রেসিডেন্ট হবার পর এটিই হবে ইডেনে প্রথম ম্যাচ। তাই তিনিও যথেষ্ট উৎসাহী এই ম্যাচ নিয়ে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅপরদিকে ২০০০ সালে ভারতের বিরুদ্ধে খেলেই টেস্ট অভিষেক হয় বাংলাদেশের কিন্তু এখনও পর্যন্ত ক্রিকেটের নন্দনকাননে একটিও টেস্ট ম্যাচ খেলেনি তারা।
বাংলাদেশ প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা যাচ্ছে সেখ হাসিনাও এই ম্যাচ নিয়ে অত্যন্ত উৎসাহী, তিনি আশাবাদী যে সমস্ত আশঙ্কা কাটিয়ে এই ঐতিহাসিক ম্যাচ হবে এবং তিনি স্বয়ং এই ম্যাচে উপস্থিত থাকবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন।