Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন রেকর্ড শাহরুখ খানের ‘জওয়ান‘ সিনেমার, মাত্র ৩ দিনেই পৌঁছে গেল ২০০ কোটি ক্লাবে

আজকাল ফ্লিম ইন্ড্রাস্ট্রিতে প্রভাব বেড়ে গেছে দক্ষিণী ফ্লিম ইন্ড্রাস্ট্রির। একের পর এক হিট সিনেমা অফার করছে এই ইন্ড্রাস্ট্রি। তবে বহুদিন পর এবার এমন এক হিন্দি বলিউড সিনেমা রিলিজ করেছে যা…

Avatar

আজকাল ফ্লিম ইন্ড্রাস্ট্রিতে প্রভাব বেড়ে গেছে দক্ষিণী ফ্লিম ইন্ড্রাস্ট্রির। একের পর এক হিট সিনেমা অফার করছে এই ইন্ড্রাস্ট্রি। তবে বহুদিন পর এবার এমন এক হিন্দি বলিউড সিনেমা রিলিজ করেছে যা বক্সঅফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বলার দরকার পড়ে না যে এই সিনেমায় রয়েছেন বলি প্রেমের জনক শাহরুখ খান। তাঁর নতুন ‘জওয়ান‘ সিনেমা ভারতের মাটিতে হইচই ফেলে দিয়েছে। আট থেকে আশি সকলেই সিনেমা হলের সামনে ভিড় করছেন এই সিনেমা দেখার জন্য। বলা যেতে পারে, এই সিনেমা নতুন করে গোটা বলিউড ইন্ড্রাস্ট্রির মানদন্ড হয়ে উঠেছে।

আপনাদের জানিয়ে রাখি, ছবি রিলিজের প্রথম দিনে ৭৫ কোটি টাকা আয় করে এই সিনেমা। দ্বিতীয় দিনে এই সিনেমার সংগ্রহ ৫৩ কোটি টাকা। তৃতীয় দিনে, ছবিটি হিন্দিতে ৬৬ কোটি, তামিলে ৫ কোটি এবং তেলেগুতে ৩.৫ কোটি টাকা আয় করে। এই অ্যাটলির ফ্লিম যেন জাগিয়ে তুলছে গোটা দেশকে। ফিল্মের প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্টের মতে, জওয়ান দুই দিন পর বিশ্বব্যাপী বক্স অফিসে ২৪০.৪৭ কোটি টাকা আয় করেছে। তারা আগে দাবি করেছিল যে ছবিটি বিশ্বব্যাপী উদ্বোধনী দিনে ১২৯.৬ কোটি টাকা আয় করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জওয়ান ২০০ কোটির ক্লাবে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ৩ দিন। পাঠান ও গদর ২ এর এই ২০০ কোটি ক্লাবে পৌঁছাতে সময় লেগেছিল যথাক্রমে ৪ দিন ও ৫ দিন। এই সিনেমা নিয়ে ব্যাপক উৎসাহ জেগেছে বলি প্রেমীদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিনেমাতে শাহরুখ খানের পাশাপাশি এতে অসাধারণ অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নথারা, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি।

About Author