Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৭১০০ mAh ব্যাটারিসহ স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে ভিভোর ২০০ MP ফ্লাইং ক্যামেরা স্মার্টফোন, বাতাসে উড়ে গিয়ে তুলবে ছবি

আজকালকার দিনে বাজারে প্রতিটি কোম্পানি নতুন নতুন ফোন নিয়ে গ্রাহকদের খুশি করতে চাইছে। কোন ফোনে দেওয়া হচ্ছে ভালো প্রসেসর তো আবার কোন ফোনে রয়েছে ভালো ব্যাটারি এবং ক্যামেরা। তবে যদি…

Avatar

আজকালকার দিনে বাজারে প্রতিটি কোম্পানি নতুন নতুন ফোন নিয়ে গ্রাহকদের খুশি করতে চাইছে। কোন ফোনে দেওয়া হচ্ছে ভালো প্রসেসর তো আবার কোন ফোনে রয়েছে ভালো ব্যাটারি এবং ক্যামেরা। তবে যদি কোন এমন ডিভাইস মার্কেটে থাকে যেখানে আপনি সব জিনিস পাবেন, এবং আপনার ফোন হবে খুব ভালো কোয়ালিটির, তাহলে আপনাকে অবশ্যই কিনতে হবে ভিভো কোম্পানির ফোন। এই ফোনে আপনি পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা। তার পাশাপাশি এই ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং প্রসেসর যথেষ্ট ভালো। এই কোম্পানিটি এবারে একটি এমন ক্যামেরা বিশিষ্ট ফোন নিয়ে আসছে, যা হয়তো আজ অব্দি অন্য কোন কোম্পানি করতে পারেনি। ভিভো কোম্পানির এই নতুন স্মার্টফোনে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। তার সাথেই থাকবে ৭ হাজার মিলি অ্যাম্পিয়ারের থেকে বেশি ব্যাটারি। সব মিলিয়ে এই ফোনটি হবে সবদিক থেকে সুপারস্টার। তাহলে চলুন এই ডিভাইসের ব্যাপারে জেনে নেওয়া যাক।

ভিভো কোম্পানির এই নতুন স্মার্টফোনটি যেন স্মার্টফোনের বাজার একেবারে তছনছ করে দিতে চলেছে। আপনারা সকলেই আজকাল ড্রোন ক্যামেরার ব্যাপারে জানেন। কিন্তু এবারে ফোনেই ড্রোন ক্যামেরার মতো ফিচার যুক্ত করতে চলেছে ভিভো। জানা যাচ্ছে ভিভো কোম্পানির এই নতুন ফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরাটি একেবারে ড্রোন ক্যামেরার মত ছবি তুলতে পারে। বাতাসে উড়ে গিয়ে ছবি তুলতে সক্ষম এই ক্যামেরা। ফলে সহজেই আপনি ফোনের মাধ্যমে ড্রোন ক্যামেরার এক্সপেরিয়েন্স নিতে পারেন। এছাড়াও, ৭১০০ mAh ব্যাটারি থাকার কারণে এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ থাকবে দারুণ। সব মিলিয়ে এই স্মার্টফোনটি হতে চলেছে একেবারে অলরাউন্ডার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে গেলে, ভিভো কোম্পানির এই নতুন স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনাদের জন্য দেওয়া হবে ১৪৪ Hz রিফ্রেশ রেট। কোয়ালকম স্ন্যাপড্রাগণ ৮ জেন ২ প্রসেসর থাকবে এই স্মার্টফোনে। দারুন মাল্টি টাস্কিং করতে সক্ষম হতে পারবেন আপনি এই স্মার্টফোনের মাধ্যমে। এই স্মার্ট ফোনটি কাজ করবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে। অ্যান্ড্রয়েড ১৩ ইনবিল্ট দেওয়া হবে এই স্মার্টফোনে।

তবে এই স্মার্টফোনের আসল ইউএসপি হবে এর ক্যামেরা। এই স্মার্ট ফোনে আপনারা পেয়ে যাবেন একটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা যা বাতাসে উড়ে গিয়ে খুব সহজেই ছবি তুলতে পারবে। এর সাথে, আপনাকে ১৩MP টেলিফোটো লেন্স এবং ৮MP আল্ট্রা-ওয়াইড লেন্স সহ একটি ৫০MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে এই স্মার্টফোনে। এর সাথে, আপনি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬MP ক্যামেরা পেতে পারেন। আপনি ১৬ জিবি র‌্যামের সাথে ৫১২ জিবি স্টোরেজ পেতে পারেন এই স্মার্টফোনে। তবে এই স্মার্টফোনের দাম এখনও পর্যন্ত জানা যায়নি। বিশেষজ্ঞদের ধারণা মোটামুটি ৩০ হাজারের রেঞ্জে থাকবে এই স্মার্টফোনের দাম।

About Author