Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগের থেকে আরও ভালো মাইলেজের সঙ্গে এক গুচ্ছ ফিচার, আইফোনের থেকে অনেক কম দামে নতুন Hero Splendor

হিরো মোটোকর্প Hero Splendor Plus XTEC লঞ্চ করেছে। নতুন স্প্লেন্ডার+ এক্সটিইসি ৫ বছরের ওয়ারেন্টি সহ দিচ্ছে কোম্পানি। ক্যানভাস ব্ল্যাক, স্পার্কলিং বিটা ব্লু, পার্ল হোয়াইট এবং টর্নেডো গ্রে সহ চারটি নতুন…

Avatar

হিরো মোটোকর্প Hero Splendor Plus XTEC লঞ্চ করেছে। নতুন স্প্লেন্ডার+ এক্সটিইসি ৫ বছরের ওয়ারেন্টি সহ দিচ্ছে কোম্পানি। ক্যানভাস ব্ল্যাক, স্পার্কলিং বিটা ব্লু, পার্ল হোয়াইট এবং টর্নেডো গ্রে সহ চারটি নতুন রঙের স্কিমে পাওয়া যাবে এই বাইক। Splendor Plus XTEC এলইডি হাই ইনটেনসিটি পজিশন ল্যাম্প, সামনে এলইডি স্ট্রিপ এবং নতুন গ্রাফিক্স পেয়েছে। রাইডার এবং পিছনের আরোহীর নিরাপত্তার জন্য হিরো তার নতুন বাইকে একটি ‘সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ’ এবং সাইড-স্ট্যান্ড ভিজ্যুয়াল ইন্ডিকেশন দিয়েছে।এই হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটিইসি-তে যে ইঞ্জিন পাওয়া যাবে তা সম্পূর্ণ নতুন। এতে পাবেন ৯৭.২ সিসির এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি ৭.৯ বিএইচপি পাওয়ার এবং ৮.০৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। হিরো মোটোকর্পের এই বাইকটিতে আপনি আগের চেয়ে বেশি মাইলেজ পাবেন। নতুন এই বাইকটিতে থাকছে ৪টি কালার অপশন- টর্নেডো গ্রে, স্পার্কলিং বিটা ব্লু, ক্যানভাস ব্ল্যাক ও পার্ল হোয়াইট।Hero Splendor Plus XTECহিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক-এ আপনি হিরো এক্সটেকের অনেক গুলি বৈশিষ্ট্য পাবেন। একটি ডিজিটাল কনসোল, ব্লুটুথ সংযোগ, ইউএসবি চার্জিং পোর্ট এবং রিয়ার টাইম মাইলেজ রিডআউটের পাশাপাশি অনেক ফিচার পাবেন। এই নতুন হিরো মোটোকর্প বাইকটিতে আপনি এমন অনেক ফিচার পেতে চলেছেন যা আপনাকে অবাক করার জন্য যথেষ্ট। রেগুলার ভ্যারিয়েন্টের মতো এই বাইকটিতে থাকছে ফ্রন্ট টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্ভার এবং পেছনে ৫ স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, ১৩০ মিমি ফ্রন্ট ও রিয়ার ড্রাম ব্রেক, টিউবলেস ফ্রন্ট ও রিয়ার টায়ার, ৯.৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক।এবার এই হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেকের দাম নিয়ে আলোচনা বলা যাক। অনেকেই হয়তো মনে করবেন যে এতো ফিচার থাকার জন্য বাইকের দাম অনেক বেশি হবে। কিন্তু এমনটা নয়। হিরো মোটোকর্পের এই বাইকটির দাম ৭২,৯০০ টাকা।
About Author