Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

JAWAN MOVIE: কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন শাহরুখ খানের “জওয়ান” সিনেমা, মুক্তির আগেই ফাঁস HD প্রিন্ট

বিগত কয়েক মাস ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চরম উত্তেজনার ঝড় সৃষ্টি করেছে বলিউড খ্যাত শাহরুখ খানের অসন্ন সিনেমা 'জওয়ান'। আজ অর্থাৎ ৭ই সেপ্টেম্বর সারাদেশে হাজার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।…

Avatar

বিগত কয়েক মাস ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চরম উত্তেজনার ঝড় সৃষ্টি করেছে বলিউড খ্যাত শাহরুখ খানের অসন্ন সিনেমা ‘জওয়ান’। আজ অর্থাৎ ৭ই সেপ্টেম্বর সারাদেশে হাজার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ইতিমধ্যে শাহরুখ খানের ভক্তরা সিনেমাটি দেখার জন্য হল পূর্ণ করে ফেলেছে। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, চরম উত্তেজনার মধ্য দিয়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শাহরুখ খানের ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছে।

তবে সম্প্রতি এমন একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় এসেছে, যার পর থেকে বেশ দুশ্চিন্তায় পড়েছেন সিনেমা নির্মাতারা। শুধু তাই নয়, রীতিমতো কয়েকশো কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে চলেছেন বলিউডের বাদশা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এর এইচডি প্রিন্ট ফাঁস হয়ে গেছে। বর্তমানে প্রত্যেকের মোবাইলে ঘুরছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন বলিউডের বাদশাও। সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন, ‘জওয়ান’ সিনেমার এইচডি প্রিন্ট ফাস্ট হয়ে যাওয়ার ফলে কয়েকশো কোটি টাকার ক্ষতি হবে সিনেমা নির্মাণকর্তাদের। শুধু তাই নয়, খুব শীঘ্রই সাধারণ মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখাও বন্ধ করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত সিনেমাটি ১৭ কোটি টাকা আয় করেছে।

উল্লেখ্য, বিভিন্ন মিডিয়ায় দাবি করা হচ্ছে বলিউডের বাদশা তথা শাহরুখ খানের এই সিনেমাটি MP4Movies, VegaMovies, TamilRockers এবং FilmyZilla-র মত ওয়েবসাইট গুলোতে HD প্রিন্টে পাওয়া যাচ্ছে।

About Author