Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bank Holiday: জন্মাষ্টমীতে ব্যাংক বন্ধ বা খোলা, সেপ্টেম্বরের ছুটির তালিকা দেখুন

জন্মাষ্টমী উপলক্ষে ৬ ও ৭-ই সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই পালিত হয় জন্মাষ্টমীর উৎসব। একে গোকুলাষ্টমী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী বলা হয়। আর এই উৎসবকে কেন্দ্র করেই ভারতের…

Avatar

জন্মাষ্টমী উপলক্ষে ৬ ও ৭-ই সেপ্টেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক। ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই পালিত হয় জন্মাষ্টমীর উৎসব। একে গোকুলাষ্টমী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী বলা হয়। আর এই উৎসবকে কেন্দ্র করেই ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও জনবহুল রাজ্যে ছুটি থাকে ব্যাঙ্কের। এক্ষেত্রে যদি সেই রাজ্যগুলির সাধারণের ৬ ও ৭-এর মধ্যে ব্যাঙ্কের কোন কাজ থাকে, তবে তাদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হবে বলেই ধারনা করা হচ্ছে। জেনে নিন, কোন কোন রাজ্যে জন্মাষ্টমীতে দু’দিন ছুটি থাকবে ব্যাঙ্ক।

৬ ও ৭-ই সেপ্টেম্বর নিম্নোক্ত রাজ্যগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) অন্ধপ্রদেশ
২) তামিলনাড়ু
৩) গুজরাট
৪) বিহার
৫) মধ্যপ্রদেশ
৬) চণ্ডীগড়
৭) রাজস্থান
৮) সিকিম
৯) জম্মু
১০) হিমাচল প্রদেশ
১১) ঝাড়খন্ড
১২) ছত্রিশগড়
১৩) মেঘালয়
১৪) শ্রীনগর

সেপ্টেম্বর জুড়ে ব্যাঙ্কের বেশ কয়েকটি ছুটি রয়েছে, নিজেদের কাজের সুবিধার জন্য সেই সমস্ত দিনগুলি সম্পর্কে জেনে নিন নীচের তালিকা থেকে-

১) ৮-ই সেপ্টেম্বর দিল্লিতে জি ২০-র জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২) ১৮-ই সেপ্টেম্বর বিনায়ক চতুর্থীর কারণে কর্ণাটক ও তেলেঙ্গানায় ছুটি থাকবে ব্যাঙ্ক।

৩) ১৯-শে সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু ও গোয়াতে ব্যাঙ্ক ছুটি থাকবে।

৪) ২০-শে সেপ্টেম্বরও গণেশ চতুর্থীর জন্য উড়িষ্যা ও গোয়াতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৫) ২২-শে সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরু সমাধির দিন কেরালায় বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

৬) ২৩-শে সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থ শনিবার মহারাজ হরি সিংয়ের জন্মদিনে জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৭) ২৫-শে সেপ্টেম্বর আসামে শ্রীমন্ত শংকর দেবের জন্মবার্ষিকী উপলক্ষে বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।

৮) ২৭-শে সেপ্টেম্বরে কেরালা ও জম্মুতে মিলাদ-ই-শরীফ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

৯) ২৮-শে সেপ্টেম্বরে ঈদ-ই-মিলাদ ও ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে গুজরাট, মিজোরাম, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, মণিপুর, উত্তর প্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

About Author