ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই শহরের রাস্তায় চালানোর জন্য এখনকার দিনে মানুষ বেশি পছন্দ করছেন স্কুটি। তাই গ্রাহকদের কথা মাথায় ভেবে এখন প্রত্যেকটি প্রিমিয়াম সেগমেন্টের কোম্পানিও তাদের হাইপারফরম্যান্স স্কুটার লঞ্চ করছে। ভারতীয় মার্কেটে এতদিন অব্দি স্পোর্টি স্কুটার ছিল না বললেই চলে। এবার সেই মার্কেট দখল করতে সামনে এসেছে Yamaha। এই কোম্পানি বাজারে তাদের নতুন স্কুটার Aerox 155 লঞ্চ করতে চলেছে।
আপনাদের জানিয়ে রাখি এই নতুন Yamaha Aerox 155 স্কুটারের লুক ব্যাপক আকর্ষণীয় এবং স্পোটিং দেখতে হবে। এতে এলইডি হেডল্যাম্প এর সাথে এলইডি টেলল্যাম্প পাওয়া যাবে। এই স্কুটারে থাকবে অনেক কার্ভি ডিজাইন এবং এরোডাইনামিক কাট। এই স্কুটারে ১৫৫ সিসি ৪ স্ট্রোক ৪ ভালভ ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন আছে যা অটোমেটিক ট্রান্সমিশনের সাথে আসে। এই ইঞ্জিনটি ১৫ PS শক্তি এবং ১৩ Nm টর্ক জেনারেট করে। এই স্কুটারে সামনে ডিস্ক ব্রেক ও পিছনে ড্রাম ব্রেক রয়েছে। এটি ABS সিস্টেম আছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়াও Yamaha কোম্পানির এই স্কুটিতে আছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি। একটি পাওয়ার সকেট পাওয়া যাবে যার মাধ্যমে আপনি অন দা গো আপনার স্মার্ট ফোন চার্জ করতে পারবেন। এছাড়া এতে রয়েছে ব্লুটুথ নেভিগেশন, কল অ্যালার্ট, মাল্টি ফাংশান সুইচ, ওয়েভে কাউন্টার ইত্যাদি। এই স্কুটার প্রায় লিটারে ৪৫ কিলোমিটার চলবে। কোম্পানি তাদের এই অত্যাধুনিক স্কুটি লঞ্চ করেছে মাত্র ১.৪৫ লাখ টাকায়।