Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫৪,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Oppo-র এই ফোন, সুযোগ হাতছাড়া করবেন না

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ আজকে আমরা আপনাদের জন্য একটি লাভজনক ডিল নিয়ে এসেছি। দুর্দান্ত এই…

Avatar

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে চান, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য হতে চলেছে। কারণ আজকে আমরা আপনাদের জন্য একটি লাভজনক ডিল নিয়ে এসেছি। দুর্দান্ত এই অফারটি আপনি Oppo Reno 10 Pro Plus স্মার্টফোনের উপর পেতে পারেন মাত্র কয়েকটি নিয়ম মেনে চললে। আপনারা জানলে অবাক হবেন, Oppo Reno 10 Pro Plus 5G স্মার্টফোন Amazon ইন্ডিয়াতে 54,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। তবে দুর্দান্ত অফারটি জেনে নেওয়ার পূর্বে চলুন জেনে নেওয়া যাক Oppo Reno 10 Pro Plus 5G স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

নিবন্ধের শুরুতে যদি শক্তিশালী এই ফোনের ডিসপ্লের কথা বলি, তবে এতে আপনি 6.73 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেখতে পাবেন। যা 1080 x 2412 পিক্সেল রেজুলেশন সহ 120 Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। শুধু তাই নয়, বৃহৎ এই ডিসপ্লেটি কর্ণিং গরিলা গ্লাস প্রটেকশন সহ আসে। প্রসেসর হিসেবে এই শক্তিশালী স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2-এর চিপসেট। যা ফোনটিকে স্মুথ ভাবে চলতে সাহায্য করে। এছাড়া ফোনটিতে আপনি Android v13 অপারেটিং সিস্টেম দেখতে পাবেন।
৫৪,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Oppo-র এই ফোন, সুযোগ হাতছাড়া করবেন না

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখানেই শেষ নয়, দুর্দান্ত এই স্মার্টফোনের যদি ক্যামেরার কথা বলি, তবে এতে প্রধান ক্যামেরা হিসেবে 64MP সেন্সর এবং সেলফি তোলার জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। পাশাপাশি, 80W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 4700mAh-এর বৃহৎ ব্যাটারি দেওয়া হয়েছে। যদি Oppo Reno 10 Pro Plus 5G স্মার্টফোনের দামের কথা বলি, তবে Amazon ইন্ডিয়াতে ফোনটির দাম রাখা হয়েছে 59,999 টাকা। তবে এই স্মার্টফোনের ওপর সরাসরি 8 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে Amazon। পাশাপাশি 54,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফোনটির উপর। অর্থাৎ, মাত্র 5,999 টাকার বিনিময়ে Amazon ইন্ডিয়া থেকে ক্রয় করতে পারবেন Oppo Reno 10 Pro Plus 5G স্মার্টফোন।

About Author