তবে শুধু জওয়ান নয়, রাজকুমার হিরানির সঙ্গে ডাংকি ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ খান। সেই ছবিতে তার সহ অভিনেত্রী হবেন তাপসী পান্নু যা এই বছর মুক্তি পেতে চলেছে। প্রায় চার বছর ধরে শাহরুখ খান বড় পর্দা থেকে দূরেই ছিলেন,। কিন্তু আবার ২০২৩ সালে তার নতুন করে আগমন ঘটে। দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সঙ্গে এই বছর ভারতের সবথেকে বড় হিট পাঠান ছবিটি উপহার দিয়েছেন তিনি। সেই ছবির সাফল্যের পর এবার আসছে জওয়ান। সব মিলিয়ে শাহরুখ খানের সময়টা বেশ ভালই চলছে।The last time he went #VaishnoDevi temple he gave a blockbuster movie #Pathaan and now once again he is going. जय माता दी 🙏🙏#ShahRukhKhan #JawanPreReleaseEvent #Jawan #NotRamaiyaVastvaiya pic.twitter.com/CApaZ7Z8cH
— Jawan (@SonuK57) August 30, 2023
Viral: সুহানা এবং নয়ন তারাকে নিয়ে তিরুপতি দর্শনে শাহরুখ খান, জওয়ান ছবির আগে ব্যাপক হইচই
আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি জওয়ান। এর প্রাক্কালে তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান তার কন্যা সুহানা খানের…

আরও পড়ুন