Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Honda SP125 একটি নতুন স্পোর্টি লুকে এসেছে, বাজাজ পালসারকে পরাজিত করছে, এই হল গাড়ির দাম

হোন্ডা কোম্পানিটি মাঝেমধ্যেই ভারতের বাজারে তাদের নতুন নতুন বাইক নিয়ে আসতেই থাকে। সম্প্রতি তারা তাদের নতুন SP ১২৫ বাইক নিয়ে ভারতের বাজারে নতুন করে আত্মপ্রকাশ করেছে। এই বাইকে আপনারা পেয়ে…

Avatar

হোন্ডা কোম্পানিটি মাঝেমধ্যেই ভারতের বাজারে তাদের নতুন নতুন বাইক নিয়ে আসতেই থাকে। সম্প্রতি তারা তাদের নতুন SP ১২৫ বাইক নিয়ে ভারতের বাজারে নতুন করে আত্মপ্রকাশ করেছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৬৫ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ এবং অত্যাধুনিক কিছু ফিচার। সম্প্রতি এই বাইকের একটি নতুন কুল ভার্সন লঞ্চ করা হয়েছে। এর নতুন আপডেটেড মডেল লঞ্চ হয়েছে যেখানে আপনি একাধিক ফিচার এবং দুর্দান্ত মাইলেজ পেয়ে যাবেন। নতুন আপডেট অনুযায়ী BS6 ফেজ ২ স্ট্যান্ডার্ড ইঞ্জিনের সাথে আসে এই বাইকটি। এই বাইকের দাম ৮৫১২১ টাকা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বাইকের সম্পর্কে।

হোন্ডা কোম্পানির এই বাইকের লুক এবং ডিজাইনের কথা বললে আপনি এতে পুরনো বাইকের সমস্ত লুক এন্ড ফিল পেয়ে যাবেন। এই বাইকে রয়েছে সিঙ্গেল পড হেডলাইট, বডি কালার হেডলাইট কাউল, বডি কালার ফ্রনট ফেন্ডার, ফুয়েল ট্যাংক স্ক্রাউট, পিলিয়ন গ্রাবার, এবং সাইড স্লাং একজস্ট। এই বাইকে অত্যন্ত আধুনিক কিছু ফিচার আপনি পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাইকের ইঞ্জিনের কথা বললে, আপনি এতে ১০.৭ বিএইচপি পাওয়ার ইঞ্জিন পেয়ে যাবেন যা ১০.৯ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এই বাইকে আপনারা সাইলেন্ট স্টার্ট এর জন্য এসিজি স্টার্টার মোটর পেয়ে যাবেন। এছাড়াও ফাইভ স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে এই বাইকে। এই বাইকের মাইলেজ হলো ৬৫ কিলোমিটার প্রতি লিটার। এই বাইকে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার, ১০০ মিলিমিটার চওড়া ব্যাক টায়ার, এলইডি হেড লাইট, কম্বি ব্রেক সিস্টেম, ইন্টিগ্রেটেড পাসলাইট সুইচ এবং অ্যালয় হুইল দেওয়া হয়েছে।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টটেড সিস্টেম বিশিষ্ট একটি ইঞ্জিন। এই বাইকে আপনারা পাঁচটি আলাদা আলাদা কালার অপশন দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে কালো, ম্যাট এক্সিস গ্রে মেটালিক, ইম্পেরিয়াল রেড মেটালিক, পারল সাইরেন ব্লু। এছাড়াও আরেকটি নতুন রংয়ের বিকল্প হল ম্যাট মার্ভেল ব্লু মেটালিক। এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এর প্রাথমিক ভেরিয়েন্ট অর্থাৎ ডিস্ক ভেরিয়ান্টের দাম রাখা হয়েছে ৮৯,১৩১ টাকা।

About Author