সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অভিনেত্রীকে নীল শাড়িতেই দেখা গিয়েছে। এদিন অভিনেত্রী পরেছিলেন ট্রান্সপারেন্ট গ্লাভসও। ব্লাউজ ছাড়াই শাড়ি লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। ব্লাউজের বদলে ছোট ছোট মানানসই ক্রিস্টাল দিয়েই বানিয়েছিলেন ব্রালেট। খোলা কার্লি চুলেই হালকা সাজে ক্যামেরার সামনেই একাধিক পোজে এসেছিলেন তিনি। আপাতত, তার এই সাজ দেখে মাথায় হাত একাংশের। একাধিক কটুক্তিও শুনতে হয়েছে অভিনেত্রীকে। তবে এই ধরনের বিষয় অভিনেত্রীর উপর যে খুব বেশি প্রভাব ফেলে না, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে কু-মন্তব্যের পাশাপাশি নিজের অনুরাগীদের কাছ থেকে কুড়িয়েছেন অজস্র প্রশংসাও।
Urfi Javed Video: ব্লাউজ ছাড়াই শাড়ি পরলেন উরফি জাভেদ, ভিডিও ভাইরাল
বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে…

আরও পড়ুন