স্বপ্না চৌধুরী নামটা অপরিচিত নয়, বর্তমান প্রজন্মের একাংশের কাছে। হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় স্বপ্না চৌধুরী। প্রায়ই তার একাধিক স্টেজ শোয়ের ঝলক ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়, আর সেই সম্পর্কে অবগত হরিয়ানভি দর্শকদের পাশাপাশি নেটনাগরিকরাও। স্টেজের পাশাপাশি বলিউড ছবিতেও নিজের নাচের জাদু দেখিয়েছেন তিনি। এই মুহূর্তে স্বপ্নার তেমনি আরো একটি নাচের দুর্দান্ত ঝলক ভাইরাল হয়েছে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সূত্র ধরেই।
সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। তবে তার সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝালকটি ‘মা রেকর্ডস ইন্ডিয়া’ নামের একটি ইউটিউব চ্যানেলের সূত্রেই একাংশের মাঝে ভাইরাল হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ঝলকটি ৩ বছর আগেই উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকেই শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে সেই ঝলক পৌঁছে গিয়েছে সাড়ে তিন কোটির কাছাকাছি মানুষের কাছে। ঝলকে হিট হরিয়ানভি গান ‘ইয়ে গাজবান’এর তালেই মঞ্চ মাতাতে দেখা গিয়েছে স্বপ্না চৌধুরীকে। হালকা গোলাপি রঙের একটি সালোয়ার স্যুটেই এদিন সেজে উঠেছিলেন তিনি। তার সাথে সাথে উল্লেখ্য গানের তালে তাল মিলিয়েছিলেন উপস্থিত দর্শকরাও, যার ঝলক রয়েছে এই ভাইরাল হওয়া ভিডিওতেই। আবারো নিজের দক্ষ নৃত্যশৈলীর সূত্রে প্রশংসা করিয়েছেন তিনি। অবশ্য তার একাধিক প্রমাণ রয়েছে, কমেন্টবক্সেই।