সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে নেহা সিংকে দেখা গিয়েছে। তিনি একজন ডিজিটাল ক্রিয়েটর। নেটদুনিয়ার একাংশের মাঝেও তার পরিচিতি রয়েছে ভালোই। প্রায়ই সাহসী রূপে ক্যামেরার সামনে হাজির হন নেহা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকেও তার অন্যথা কিছু হয়নি। এই ঝলকে নেহাকে বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘মহড়া’র গানের তালেই নিজের উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে। টেক্কা দিতে দেখা গিয়েছে পর্দার রবিনা ট্যান্ডনকেও।এদিন চাটবাস্টার হিট গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালেই হলুদ শাড়িতে তাল মিলিয়ে ছিলেন নেহা। টিউব ব্রা কাটিং ব্লাউজ ও তার শাড়ি পরার ধরণই তাপমাত্রা বাড়িয়েছিল সোশ্যাল দুনিয়ার। বাথরুমে শাওরের নীচে দাঁড়িয়েই নিজের এই ঝলকটি বানিয়েছিলেন তিনি। আপাতত, নেহা নিজের এই সাহসী রিল ভিডিওর সূত্রেই পুনরায় চর্চিত হচ্ছেন একাংশের মাঝে। তার এই ঝলক দেখে একাংশের কু-মন্তব্যও চোখে পড়েছে।View this post on Instagram
Video: ‘টিপ টিপ বরসা পানি’ গানে নেহা সিংয়ের সেক্সি নাচ, ভিজে শরীরে আগুন ধরালেন
সোশ্যাল মিডিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়, তাবে সেই ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। আর বর্তমান সময়ে…

আরও পড়ুন