অটো সেক্টরে ইতিমধ্যেই নিজের দারুণ আধিপত্য বিস্তার করেছে হণ্ডা কোম্পানির বেশ কিছু বাইক এবং গাড়ি। হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া, সম্প্রতি তাদের নতুন একটি বাইক নিয়ে বাজারে এসেছে। এই বাইকটি আদতে Honda CD100 এর একটি নতুন ভার্সন। এই বাইকে আপনারা দুর্দান্ত কিছু ফিচার পেয়ে যাবেন। এই বাইকটি হল ভারতের সবথেকে জনপ্রিয় দুই চাকার বাইকের মধ্যে একটি। সম্প্রতি শোনা যাচ্ছে, এবারে দুই চাকার মার্কেটে নতুন করে বাজারে আসতে চলেছে হন্ডা কোম্পানির এই নতুন বাইক। একটা সময়ে হিরো এবং হোন্ডা একসাথে এই বাইকটি লঞ্চ করতো। কিন্তু তারপর, হিরো এবং হোন্ডা আলাদা হয়ে যাবার পর এই বাইকটি এখন তৈরি করছে হোন্ডা নিজেই।
হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়ার প্রত্যেকটি বাইক যুবকদের হৃদয়ে রীতিমতো স্পন্দন তৈরি করে। প্রতিটি মানুষ হণ্ডা কোম্পানির প্রতিটি বাইক চালিয়ে দেখতে চান। সম্প্রতি yamaha কোম্পানির RX100 নতুন করে লঞ্চ হবার পরে, হোন্ডা এবারে তাদের পুরনো বাইক নতুন ভাবে লঞ্চ করতে চলেছে। সম্প্রতি এই জাপানি বাইক নির্মাতা কোম্পানিটি চিনে তাদের এই বাইক লঞ্চ করেছে। চিনা বাজারে এই বাইকের নাম দেওয়া হয়েছে CG15। চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা কোম্পানি উয়ং এর সঙ্গে একত্র চুক্তিতে এই নতুন বাইক বাজারে নিয়ে এসেছে তারা। চীনের পর এবারে ভারতে লঞ্চ হবে হোন্ডা কোম্পানির এই নতুন বাইক।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবাইক নির্মাতা কোম্পানিটি সম্প্রতি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, হোন্ডা কোম্পানির এই নতুন বাইক হবে অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই সস্তা। চীনের বাজারে এই বাইকের দাম নির্ধারণ করা হয়েছে ৭৪৮০ ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকার কাছাকাছি। এখনো পর্যন্ত এই বাইক কবে আসবে সেই সম্পর্কে কোন আপডেট পাওয়া যায়নি। তবে এটুকু জানা গেছে এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটু রেট্রো লুক। তার সাথেই এই বাইকে ডুয়াল টোন অ্যালয় হুইল থাকবে। সঙ্গেই এই বাইকে থাকবে এবিএস ব্রেকিং সিস্টেম। ২০২৪ সালের প্রথম দিকে এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে।