এই ঝলকে অভিনেত্রী কালো প্রিন্টেড শিফনেই হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। খোলা চুলে মানানসই ব্লাউজও পরেছিলেন তিনি। শাড়ির আঁচল পাকিয়েই নিয়েছিলেন আরতি। এক্ষেত্রে তার শরীরী ভঙ্গি আরো বেশি নজর কেড়েছিল সকলের। এদিন নিজের ঘরেই এই ঝলক বানিয়েছিলেন তিনি। অবশ্য সেকথা এই ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। তার সোশ্যাল মিডিয়ার ৪৩ হাজার অনুরাগীদেরও যে এই ঝলক বেশ পছন্দ হয়েছে, সেকথা আলাদাভাবে বলার নয়। তবে তার এই ভিডিওর মন্তব্যবক্সে এদিন কোন প্রতিক্রিয়া দৃশ্যমান ছিল না।
‘ফেভিকল সে’ গানে বলিউডের বেবোকে টেক্কা দিল এই যুবতী, শরীরী ভাঁজে নজর কেড়েছেন
সোশ্যাল মিডিয়ার পাতায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় তাহলে, সেই ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। আর বর্তমান…

আরও পড়ুন