বর্তমানে কর্মব্যস্ত দর্শকদের বেশিরভাগই নিজেদের সময় ও পছন্দমত ওয়েব সিরিজ কিংবা সিনেমা দেখতে পছন্দ করেন। আর এক্ষেত্রে বর্তমানের একাধিক ওয়েব প্ল্যাটফর্মগুলি সহায়তা করে থাকে। ভিন্ন ভিন্ন ওয়েব প্ল্যাটফর্মগুলি অগণিত ওয়েব সিরিজ নিয়ে প্রতিমুহূর্তে হাজির থাকে দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর এটি যে ব্যর্থ প্রয়াস নয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। আজকের সময়ে দাঁড়িয়ে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, এমএক্স প্লেয়ার, কোকু, উল্লু, প্রাইম শর্ট, আড্ডা টাইমস ইত্যাদি জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম।
তবে এই মুহূর্তে একটি নতুন ওয়েব সিরিজের অফিসিয়াল ট্রেলার ভাইরাল হতে দেখা গিয়েছ যেটি ১১ দিন আগে ‘কঙ্গনা এন্টারটেইনমেন্ট’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেই ঝলক প্রায় ৪০ হাজার মানুষের নজরে এসেছে। এই সিরিজ যে আজকের সময়ে দাঁড়িয়ে অন্যতম বোল্ড ওয়েব সিরিজ হতে চলেছে, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। উল্লেখ্য, সম্প্রতি যে অফিসিয়াল ট্রেলার ভাইরাল হয়েছে সেটি ‘চোরি চোরি চুপকে চুপকে’র।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ভাইরাল হওয়া ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে একজন ব্যক্তি তার ছেলেকে নিয়ে ছেলেরই একজন সহছাত্রীর বাড়িতে এসে হাজির হয়েছেন। এরপর তিনি ঐ মেয়েটির হাতে তার ছেলেকে পড়ানোর দায়িত্ব তুলে দেন। সেও রাজি হয়ে যায়। পাশাপাশি ছেলেটির বাবা আকর্ষিত হন মেয়েটির সিঙ্গেল মায়ের প্রতিও। ধীরে ধীরে তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করেন তিনি। এর সাথে সাথে ছেলেটিও তার নিজের সহপাঠীর দিকে কুনজর দিতে থাকেন। এরপর ছেলে-মেয়ের পড়ার সুযোগ নিয়ে ছেলেটির বাবা ছেলের সহপাঠীর মাকে ঘনিষ্ঠ হওয়ার জন্য রাজিও করিয়ে নেন। কি হবে এরপর? শেষপর্যন্ত কি তারা সত্যিই ঘনিষ্ঠ হবেন! এই পুরো গল্পটি জানতে গেলে দেখতে হবে গোটা সিরিজটি।