Even before the Trailer launch, #Jawan crosses $200K mark at the USA🇺🇸 Box Office.Advance sales – $210,339 [₹1.74 cr] Locations – 450 Shows – 1884 Tickets – 13750||#JawanTrailer | #ShahRukhKhan|| pic.twitter.com/xEYiQz1eKm
— Manobala Vijayabalan (@ManobalaV) August 28, 2023
‘পাঠান’ মুক্তির সময় থেকেই আমেরিকা ও দুবাইয়ের ভারতীয় দর্শকদের মাঝে শাহরুখ খানকে নিয়ে এক আলাদাই উন্মাদনা দেখা দিয়েছিল। আবারো এই বছরেই ‘জাওয়ান’এর হাত ধরে ফিরছেন শাহরুখ। এই ছবি মুক্তির একমাস আগে থেকেই আমেরিকায় টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই জওয়ান-এর ঝুলিতে জমা হয়েছে ১ কোটি ৭৪ লক্ষ টাকা। তবে টিকিটের অগ্রিম বুকিংয়ের দিক দিয়ে এবার বলিউডের বাদশাকে টেক্কা দিয়ে গেলেন পর্দার বাহুবলী। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই একাংশের মনে প্রশ্ন উঠছে, তবে এবার কি বিদেশের দর্শকদের মাঝে কমছে কিং খানের প্রভাব?আগামী ৭-ই সেপ্টেম্বর প্যান ইন্ডিয়াতে মুক্তি পেতে চলেছে জাওয়ান। পাশাপাশি ‘আদিপুরুষ’এর ভরাডুবির পর ২৮-শে সেপ্টেম্বর ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’এর সূত্র ধরে বড়পর্দায় ফিরছেন অভিনেতা। এই ছবির টিকিটেরও অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে বিদেশে। গোটা আমেরিকা জুড়ে ৩৩৭ টি জায়গায় মুক্তি পেতে চলেছে প্রভাসের আসন্ন ছবি। তবে ‘জাওয়ান’ আমেরিকারই ৪৫০ টি জায়গায় মুক্তি পাবে। তবে জায়গার দিক দিয়ে শাহরুখ প্রভাসকে টেক্কা দিলেও, অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রভাসের আসন্ন ছবির ঝুলিতে জমা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।সেপ্টেম্বরের শুরুতে শাহরুখ, শেষে প্রভাস। কার ছবি দর্শকমহলে কতটা প্রভাব ফেলে! তা অধির আগ্রহে জানার অপেক্ষাতেই একাংশ। উল্লেখ্য, ‘জাওয়ান’ হিন্দি ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মেলবন্ধন। এই ছবিতে দক্ষিণী তারকা নয়নতারা ও বিজয় সেতুপতির দেখা মিলবে মুখ্য ভূমিকায়। এছাড়াও দেখা মিলবে দীপিকা পাডুকোন ও সান্যা মালহোত্রার। অপেক্ষায় গোটা দর্শকমহল।#Salaar USA Premiere Advance Sales🇺🇸:$418,731 – 337 Locations – 1012 shows – 14619 Tickets Sold31 Days till premieres. pic.twitter.com/d7Fn7rCBvB
— Venky Reviews (@venkyreviews) August 28, 2023