Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Naa Saami Ranga: ‘জেলার’এর পর এবার বড়পর্দা কাঁপাতে আসছে ‘না সামি রাঙ্গা’, প্রথম ঝলক মুক্তিতেই শোরগোল দর্শকমহলে

বিগত বেশ কিছু মাস ধরেই মিডিয়ামহলে শোরগোল ফেলেছে রজনীকান্তের দক্ষিণী ছবি 'জেলার'। বর্তমানে সিনেমার বাজার রীতিমতো কাঁপাচ্ছে দক্ষিণী সমস্ত ছবি ও তার তারকার। এবার জেলার-এর পর বড়পর্দা কাঁপাতে ফিরছেন আক্কিনেনি…

Avatar

বিগত বেশ কিছু মাস ধরেই মিডিয়ামহলে শোরগোল ফেলেছে রজনীকান্তের দক্ষিণী ছবি ‘জেলার’। বর্তমানে সিনেমার বাজার রীতিমতো কাঁপাচ্ছে দক্ষিণী সমস্ত ছবি ও তার তারকার। এবার জেলার-এর পর বড়পর্দা কাঁপাতে ফিরছেন আক্কিনেনি নাগার্জুনা রাও। বিজয় বিন্নি পরিচালিত ছবি ‘না সামি রাঙ্গা’র সূত্র ধরেই পর্দায় ফিরছেন অভিনেতা। আসন্ন এই ছবিতে অভিনেতার প্রথম ঝলক মুক্তি পেতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, অভিনেতার এই ছবির নাম শুনেই দক্ষিণী দর্শকদের বেশিরভাগেরই প্রথম মনে পড়ছে ‘সিপাই চিন্নাইয়া’ ছবির ‘না সামি রাঙ্গা’ গানটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেতার জন্মদিনের দিনেই এই ছবির প্রথম ঝলক সামনে এনেছেন ছবির কলাকুশলীরা। ৬৪-তে পা দেওয়া এই অভিনেতা যে আবারো সকলের মন কাড়তে চলেছেন ইতিমধ্যেই তা দর্শকদের প্রতিক্রিয়াতে স্পষ্ট হয়েছে। এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা মিলবে নাগার্জুনার। প্রথম ঝলকেই দুর্দান্ত অ্যাকশন সিনের দেখা মিলেছে। নিঃসন্দেহে কোন হেভি ওয়েট চরিত্রেই আবারো দেখা দিতে চলেছেন তিনি। এর আগে শেষ অভিনেতাকে ‘দ্যা ঘোস্ট’ ছবিতে র-অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল, যা নিঃসন্দেহে পছন্দ হয়েছিল দর্শকমহলের।

অভিনেতার এই আসন্ন ছবির গল্প ও সংলাপ লিখেছেন প্রসন্ন কুমার বেজওয়াদা। সঙ্গীত পরিচালনায় ছিলেন অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক এমএম কেরাভানি। এর আগেও নাগার্জুনার জন্য একাধিক চাটবাস্টার অ্যালবাম উপহার দিয়েছেন দর্শকদের। পাশাপাশি ‘আরআরআর’এ তার সঙ্গীত পরিচালনা তাকে পুরস্কার এনে দিয়েছে। আবারো এই ছবির সূত্র ধরে যে অস্কার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কেরাভানির নতুন চাটবাস্টার কাজ উপহার পেতে চলেছেন সকলে, সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। ২০২৪ সালের সংক্রান্তিতেই এই ছবির হাত ধরেই বড়পর্দা কাঁপাতে আসছেন আক্কিনেনি নাগার্জুনা রাও।

About Author