Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

NRC এর জন্য রাজ্যে তৈরি হচ্ছে ডিটেনশন সেন্টার! আতঙ্কে সাধারন মানুষ

সম্প্রতি আসামে এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি চালু হলে আসাম সহ গোটা দেশে হুলুস্থুলু পড়ে যায়। আসামের বহু মানুষকে সঠিক নথিপত্র না দেখাতে পারায় তারা ভারতের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত…

Avatar

সম্প্রতি আসামে এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জি চালু হলে আসাম সহ গোটা দেশে হুলুস্থুলু পড়ে যায়। আসামের বহু মানুষকে সঠিক নথিপত্র না দেখাতে পারায় তারা ভারতের নাগরিকত্বের অধিকার থেকে বঞ্চিত হয়। যার ফলে গৃহহীন হয়ে পড়ে বহু মানুষ।

তাই এনআরসি নিয়ে সারা দেশের মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয় এবং কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে উঠে আসে বহু রাজনীতিবিদদের বিরূপ মন্তব্য। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রতিটি দেশেই হবে এনআরসি। তাই আসামের পরেই খুব শীঘ্রই মহারাষ্ট্রে হতে পারে এনআরসি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রায় দিন ১৫ আগে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মানি জানান যে আসামের ধাঁচেই মহারাষ্ট্রে খুব শীঘ্রই হবে এনআরসি। তবে তা এখন হবে না বলে জানিয়েছেন তিনি। কর্নাটকে প্রায় ৮০০ জন বিদেশি অবৈধভাবে বাস করে। তাই সর্বপ্রথম বৈধ কাগজপত্র এবং মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে যে সকল অনুপ্রবেশকারী এবং বিদেশিরা এখানে বাস করেন তাদের তালিকা তৈরী করা হবে। তার পরেই চালু হবে এনআরসি। এছাড়া শরণার্থীদের জন্য কর্নাটকের নেলামাংগালায় তৈরী হচ্ছে ডিটেনশেন সেন্টার। যা দক্ষিণ ভারতের প্রথম ডিটেনশেন সেন্টার। তবে এই সেন্টারটির দায়িত্ব কার হাতে দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

About Author