Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railway: এবার বনগাঁ থেকে দীঘায় ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

অনেক রাজ্যের মত পশ্চিমবঙ্গেও চলছে বন্দে ভারত এক্সপ্রেসের ঝড়। ইতিমধ্যে কয়েকটি রুটে যাত্রীদের পরিষেবা দিচ্ছে এই সেমি বুলেট ট্রেন। তবে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আরও…

Avatar

অনেক রাজ্যের মত পশ্চিমবঙ্গেও চলছে বন্দে ভারত এক্সপ্রেসের ঝড়। ইতিমধ্যে কয়েকটি রুটে যাত্রীদের পরিষেবা দিচ্ছে এই সেমি বুলেট ট্রেন। তবে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আরও একটি বন্ধে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আর এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে ট্রেনটির সম্ভাব্য রুট নিয়ে জল্পনা শুরু হয়েছে মিডিয়া পাড়ায়।

বর্তমানে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে, সেটি সীমান্তবর্তী এলাকা বনগাঁ থেকে বাঙালির প্রাণকেন্দ্র দীঘা পর্যন্ত চালানো হবে। আজ্ঞে হ্যাঁ, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়ার তথ্যে। বাংলাদেশ লাগোয়া সীমান্ত শহর বনগাঁ থেকে দিঘা পর্যন্ত একটি বন্দে ভারত ট্রেন চালানোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এ ব্যাপারে সরাসরি কথা বলেছেন বিধায়ক অশোক কীর্তনীয়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে ইতিমধ্যে প্রাথমিকভাবে সম্মতি মিলেছে রেল মন্ত্রণালয়ের। তিনি আরও বলেন, প্রতিদিন বনগাঁ সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশিরা প্রবেশ করেন ভারতে। যাদের একটি বিরাট অংশ ভ্রমণের উদ্দেশ্যে ভারতে আসেন। তাছাড়া, জেলা ২৪ পরগনা থেকে হাজার হাজার মানুষ বেড়াতে যান দিঘাতে। সেই জন্য ট্রেনের এই সম্ভাব্য রুটটি যাত্রীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।

বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, যদি বনগাঁ থেকে দীঘার উদ্দেশ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়, সেক্ষেত্রে প্রস্তাবিত ট্রেন বনগাঁ থেকে ছাড়ার পর হাবড়া, বারাসত, দমদম, ডানকুনি, পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছাবে। রেলমন্ত্রণালয়ের তরফ থেকে এমন রুট তৈরি করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

About Author