Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio Bharat 4G: বিক্রি শুরু হলো ১০০০ টাকা দামের এই সস্তা 4G ফোনটির, জানুন সমস্ত বৈশিষ্ট্য ও ফিচার

ভারতে আজকাল ইন্টারনেটের একটা বিশাল বড় যুগ শুরু হয়েছে। আজকাল সবাই ইন্টারনেট নির্ভর জীবন কাটাতে চাইছেন। আর ইন্টারনেট ব্যবহার করতে গেলে যেটা সবার আগে লাগবে সেটা হলো একটা ভালো ফোন,…

Avatar

ভারতে আজকাল ইন্টারনেটের একটা বিশাল বড় যুগ শুরু হয়েছে। আজকাল সবাই ইন্টারনেট নির্ভর জীবন কাটাতে চাইছেন। আর ইন্টারনেট ব্যবহার করতে গেলে যেটা সবার আগে লাগবে সেটা হলো একটা ভালো ফোন, যেখানে হাইস্পিড ইন্টারনেট চলে। তবে অনেকই এমন আছেন যারা ইন্টারনেট ব্যবহার করতে চান, তবে কিছু বিশেষ কারণে সেই ধরনের ফোন ব্যবহার করতে পারেন না। সেই ধরনের গ্রাহকদের জন্যই রিলায়েন্স এবারে নিয়ে এসেছে একেবারে 4G ফোন Jio Bharat 4G। ইতিমধ্যেই এই ফোনের বিক্রি শুরু হয়েছে Amazon-এ। এছাড়াও আপনি রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে Jio Bharat 4G ফোন কিনতে পারেন। মাত্র ৯৯৯ টাকা দামের এই 4G স্মার্টফোনটি বিশেষত ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য যারা এখনও 2G নেটওয়ার্কের উপর নির্ভরশীল। কোম্পানি এই ফোনের মাধ্যমে সবাইকে সস্তায় ইন্টারনেট সুবিধা দিতে চায়। বিজনেস টুডে-এর খবর অনুযায়ী, এই ফোনে ২৩টি ভাষা সমর্থিত। অর্থাৎ সারা দেশের ফোন ব্যবহারকারীরা এর সুবিধা নিতে পারবেন।

স্পেসিফিকেশন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

খবর অনুযায়ী, Jio Bharat 4G ফোনে রয়েছে ১.৭৭-ইঞ্চি TFT ডিসপ্লে, LED ফ্ল্যাশ সহ ০.৩MP ক্যামেরা এবং ১০০০mAh ব্যাটারি। এটি ১২৮GB পর্যন্ত বাহ্যিক মাইক্রোএসডি কার্ড স্টোরেজ সমর্থন করে। ফোনটি অ্যাশ ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।ভারতীয় মোবাইল ফোন নির্মাতা ব্র্যান্ড কার্বনের সাথে অংশীদারিত্বে তৈরি এই ফোনটিতে Bharat এবং Karbonn উভয়েরই ব্র্যান্ডিং রয়েছে। এই দামে, JioBharat 4G ফোন সহজ 4G ইন্টারনেট সংযোগ এবং বেসিক বৈশিষ্ট্যগুলি প্রদান করে।

সস্তা প্ল্যানও দেওয়া হচ্ছে

এই ফোনের সাথে Jio সস্তা ইন্টারনেট প্ল্যানও চালু করেছে। একটি ১২৩ টাকার প্ল্যান রয়েছে, যেখানে সীমাহীন ভয়েস কল, ১৪GB ডেটা এবং স্ট্রিমিংয়ের জন্য Jio অ্যাপগুলিতে অ্যাক্সেস অফার করা হয়। একইভাবে, আপনি ১২৩৪ টাকার একটি বার্ষিক প্ল্যান নিতে পারেন যা আপনাকে আনলিমিটেড কল এবং ১৬৮ জিবি ডেটা অফার করে।

About Author