Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Raksha bandhan: আজকে নাকি কালকে? কবে আসলে রাখি বাঁধার সবথেকে ভালো সময়?

হিন্দু ধর্মে ভাই বোনের মধ্যে রাখি বন্ধন এর উৎসব খুবই জনপ্রিয়। প্রতিবছর এই উৎসব ব্যাপক আড়ম্বরের সাথে পালিত হয় ভারতের প্রত্যেকটি বাড়িতে। এই দিন বোনেরা তার ভাইদের কব্জিতে রাখি বেঁধে…

Avatar

হিন্দু ধর্মে ভাই বোনের মধ্যে রাখি বন্ধন এর উৎসব খুবই জনপ্রিয়। প্রতিবছর এই উৎসব ব্যাপক আড়ম্বরের সাথে পালিত হয় ভারতের প্রত্যেকটি বাড়িতে। এই দিন বোনেরা তার ভাইদের কব্জিতে রাখি বেঁধে তার জন্য মঙ্গল কামনা করে থাকে। সেই সঙ্গেই রাখি বাঁধার পর উপহার দেওয়ার সময় ভাই সবসময় বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে ভাই বোনের স্নেহের প্রতীক রক্ষা বন্ধন রাখির উৎসব পালন করা হয়। এবারে রাখি বন্ধন এর উৎসব পালিত হতে চলেছে ৩০ এবং ৩১ আগস্ট এই দুই দিন।

এই বছর পূর্ণিমা তিথি ৩০ আগস্ট সারাদিন এবং ৩১ আগস্ট সকাল ৭:০৫ পর্যন্ত থাকবে। ৩০ আগস্ট ভাদ্র থাকবে সকাল ১০:৫৮ থেকে রাত ৯:২ পর্যন্ত থাকবে রাখি বন্ধন উৎসব। বৈদিক জ্যোতিষ অনুসারে রাখিবন্ধনের সব থেকে ভালো মুহূর্ত এই ভাদ্র। এই সময়ের মধ্যে যদি রাখি বাঁধা হয় তাহলে সব থেকে ভালো বলে মনে করা হয়। এটাই হলো রাখি বাঁধার সবথেকে ভালো সময়। তাই যদি আপনি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই অনুষ্ঠান পালন করেন তাহলে এই সময়ের মধ্যে রাখি বাঁধার চেষ্টা করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই বছরের ৩০ আগস্ট শ্রাবণ পূর্ণিমার তিথিতে ভদ্রকাল আরম্ভ হচ্ছে। শাস্ত্র অনুসারে রাখি বন্ধনের জন্য বিশেষ কোনো উৎসব চিহ্নিত নেই। আপনাকে এই ভাদ্র কালে রাখি বাঁধতে হয়। শ্রাবণ পূর্ণিমার তিথিতে যদি আপনি রাখি বাঁধেন তাহলে দুপুর বেলার সময়টা সবথেকে ভালো। অর্থাৎ সবদিক থেকে বিচার করলে যদি আপনি বিকেলে রাখি বাঁধেন আজকে তাহলে সব থেকে ভালো। অর্থাৎ বলতে গেলে আজকে দুপুর বেলার দিকে কোন ভালো মুহূর্ত নেই কিন্তু বিকেলে একটা ভালো মুহূর্ত আসছে। এছাড়া আপনি আগামীকাল সকাল ৭ টা ৫ এর মধ্যেও রাখি বাঁধতে পারেন। অর্থাৎ যদি আপনি রাখি বাঁধতে চান তাহলে আজ বিকেল ৫টার পর থেকে আগামীকাল সকাল ৭টার মধ্যে রাখি বন্ধন উৎসবটা সেরে ফেলুন।

About Author