সাম্প্রতিক এই ঝলকে বিপাশা ল্যামিচেনকে নিজের ঝটক দেখাতে দেখা গিয়েছে। ঝলকে এই যুবতী একেবারে খোলা আকাশের নীচে পাহাড়ে ঘেরা পরিবেশেই ফ্লোরাল প্রিন্টের শিফন শাড়ি লুকেই হাজির হয়েছিলেন ক্যামেরার সামনে। তাল মিলিয়েছিলেন কুমার শানুর গাওয়া জনপ্রিয় গান ‘আঁখোসে তুনে ইয়ে কেয়া কেহে দিয়া’র তালেই। ঝলকে বিপাশার ভাব ভঙ্গি উষ্ণতা ছড়িয়েছে নেটজনতার একাংশের মাঝে। তার কাতিলানা রূপে আবারো ঘায়েল একাংশ। অবশ্য সেকথা আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই।View this post on Instagram
(Dance Video) কুমার শানুর গানে দুর্দান্ত শরীরী ভঙ্গিতে নাচলেন এই যুবতী, দেখে পাগল হলেন মানুষ
আজকের সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ছোট থেকে বড় সকলের কাছেই সহজলভ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইতিবাচক কিংবা নেতিবাচক বিষয়কে অতিক্রম করে যদি কোন ঝলক নেটজনতার দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে…

আরও পড়ুন