Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tata Punch EV: পেট্রোলের বদলে নতুন ইলেকট্রিক গাড়ি, টাটা আনতে চলেছে নতুন মডেল, প্রকাশ্যে ছবি

বর্তমানে বৈদ্যুতিক গাড়ির বাজারে সবথেকে বড় প্লেয়ার হয়ে উঠেছে ভারতের নিজস্ব গাড়ি কোম্পানি টাটা মোটর। আজকের দিনে ভারতের বাজারে টাটা মোটরসের বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর…

Avatar

বর্তমানে বৈদ্যুতিক গাড়ির বাজারে সবথেকে বড় প্লেয়ার হয়ে উঠেছে ভারতের নিজস্ব গাড়ি কোম্পানি টাটা মোটর। আজকের দিনে ভারতের বাজারে টাটা মোটরসের বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে টাটা টিয়াগো অন্যতম। এছাড়াও রয়েছে টাটা নেক্সন এবং টাটা টিগর। এই তিনটি গাড়ির উপরে ভরসা করেই বৈদ্যুতিক চার চাকার মার্কেটে নিজের আধিপত্য বিস্তার করে রেখেছে টাটা। তবে শুধুমাত্র এই তিনটি মডেল এই ক্ষান্ত থাকতে চায় না টাটা। আরো বেশ কিছু জনপ্রিয় গাড়ির ইলেকট্রিক ভার্সন নিয়ে আসতে প্রস্তুত তারা। এর মধ্যেই অন্যতম হলো টাটা পাঞ্চ। এই গাড়িটির ইলেকট্রিক ভার্সন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি এই নতুন গাড়ি ক্যামোফ্লাজ ভার্শনের ছবি সোশ্যাল মিডিয়াতে সকলে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে।

গাড়ি সম্পর্কিত একটি ইনস্টাগ্রাম পেজ থেকে এই নতুন গাড়ি ছবি instagram-এ শেয়ার করা হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে পেট্রোল এবং ডিজেল ভার্সন এর তুলনায় এই নতুন ভার্সনে অনেকগুলি পরিবর্তন আসবে। শুধুমাত্র ডিজাইনের দিক থেকে নয়, ইঞ্জিনের দিকেও বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে টাটা। সবথেকে উল্লেখযোগ্য পরিবর্তন হবে চার্জিং স্লট। টাটার এই নতুন গাড়িটিতে একটি নতুন ধরনের চার্জিং স্লট ব্যবহার করা হবে যা এর আগে অন্যান্য বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার করা হয়নি। এছাড়াও এই গাড়িতে ট্রাই অ্যারো এলিমেন্ট থাকবে বলে মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

টাটার এই নতুন ইলেকট্রিক গাড়িতে আপনারা পেয়ে যাবেন অ্যালয় হুইল। তবে, এই নতুন গাড়িটির এই চাকা দেখতে অনেকটা টাটার টিয়াগো গাড়িটির মত। ম্যানুয়ালের পরিবর্তে থাকবে ইলেকট্রনিক পার্কিং ব্রেক। এছাড়া অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকতে পারে এই গাড়িটিতে। এখানেই এই ইভি সম্পর্কিত যাবতীয় তথ্য ভেসে উঠবে। ইনফোটেনমেন্ট স্ক্রিনের আকার হবে ৭-ইঞ্চি। তবে, এই গাড়ির ইঞ্জিন নিয়ে বেশি কিছু এখনো জানা যায়নি। তবে হ্যাঁ, অন্যান্য গাড়ির তুলনায় যে এই ইঞ্জিন অনেকটা বেশি শক্তিশালী হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

About Author