সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘ওনলি বিগ নাভেল’ থেকেই শেয়ার করে নেওয়া হয়েছে। এই ঝলকে যে যুবতীকে দেখা গিয়েছে তিনি এর আগেও নিজের সাহসী ঝলকের সূত্র ধরে চর্চিত হয়েছেন নেটনাগরিকদের একাংশের মাঝে। খোলা চুলে, শাড়ি লুকেই ক্যামেরার সামনে হাজির হন তিনি। আঁচল সরিয়েই বলিউডের হিট গান ‘মেরি পেহেলি মহাব্বাত’এর তালেই তাল মিলিয়েছিলেন তিনি। আপাতত, এই ঝলক উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। আর এই ঝলক দেখে যে নেটনাগরিকদের একাংশের বেশ মন মজেছে সেকথা আর আলাদাভাবে বলার নয়।
VIDEO: শাড়ি পরে এমন কায়দায় নাচ করেছিলেন, লোকেরা তার পাতলা কোমর থেকে চোখ সরাতে পারেনি
আজকের প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই…

আরও পড়ুন