সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বার্ষাত’ ছবির গান শোনা গিয়েছে। ছবিতে গানের দৃশ্যে দেখা মিলেছিল ববি দেওল ও প্রিয়াঙ্কা চোপড়ার। এই ঝলকে উল্লেখ্য ছবির অন্যতম জনপ্রিয় গান ‘বার্ষাত কে দিন আয়ে’এর তালেই তাল মিলিয়েছিলেন ভানশু। নীল শাড়িতে নিজের বাড়ির বারান্দায় বৃষ্টির মধ্যেই অলকা ইয়াগ্নিক ও কুমার শানুর গাওয়া এই গানের তালেই দেখা দিয়েছিলেন তিনি। তার ভাবভঙ্গি দৃষ্টি আকর্ষণ করেছিল নেটনাগরিকদের একাংশের। প্রশংসাও এনে দিয়েছে তাকে। তার এই ঝলক যে কিছুটা হলেও উষ্ণতা ছড়িয়েছে নেটদুনিয়ায়, তা অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।
(Dance Video) ‘বার্ষাত’ গানে বৃষ্টিতে ভিজে এমন নাচলেন সুন্দরী যুবতী, ভিজে শাড়িতেই হুঁস ওড়ালেন
বর্তমান প্রজন্মের কাছে নেটদুনিয়ায় নিজের অবসর সময় কাটানো খুব একটা কঠিন ব্যাপার নয়। সোশ্যাল মিডিয়া এখন ৮ থেকে ৮০ সকলের কাছেই অবসরের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠেছে। বন্ধু কিংবা ঘনিষ্ঠমহলের…

আরও পড়ুন