‘চিকনি চামেলি’ বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট আইটেম সং। এই গানের তালে পর্দায় দেখা মিলেছিল ক্যাটরিনা কাইফের। এদিন সেই গানের তালেই তাল মিলিয়েই একাংশের মাঝে চর্চিত সেজাল শ্রীবাস্তব। এই ভিডিওটি নিজের বাড়ির ছাদেই শুট করেছিলেন সেজাল। পরেছিলেন মানানসই নাচ পোশাকও। খোলা চুলে এদিন তার চোখে-মুখে ছিল আকর্ষণের স্পষ্ট ছাপ। সেজাল যে এই ধরনের রিল ভিডিও বানাতে বেশ সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি নিজের এই ঝলকের সূত্রের বলিউডের ক্যাটকে ভুলিয়েছেন তিনি।
(VIDEO) বলিউডের ক্যাটরিনাকেও ভোলাবে এই সুন্দরী, নাচ দেখে পথ হারাচ্ছে মানুষ
আজকের প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই…

আরও পড়ুন