Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সূর্যবংশম’-এর ‘গৌরী’ আগের থেকে আরও গ্ল্যামারাস, বদলে গেল পুরো লুক, দেখুন তাঁর সুন্দর ছবি

বর্তমানে টেলিভিশন জগৎ-এর অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'। পর্দার দিদিকে চেনেন সকলেই। 'দিদি নম্বর ১' বলতেই প্রথমে রচনা ব্যানার্জীর নামটাই মাথায় আসে। যত দিন যাচ্ছে পর্দার দিদি…

Avatar

বর্তমানে টেলিভিশন জগৎ-এর অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। পর্দার দিদিকে চেনেন সকলেই। ‘দিদি নম্বর ১’ বলতেই প্রথমে রচনা ব্যানার্জীর নামটাই মাথায় আসে। যত দিন যাচ্ছে পর্দার দিদি হয়ে উঠছেন আরও বেশি সুন্দর ও ফিট। প্রতিদিন বিকেলে নতুন নতুন খেলা ও প্রশ্ন নিয়ে হাজির হন দিদি। তবে এবার সেই রচনা ব্যানার্জীই একাংশের মাঝে উঠে এসেছেন চর্চায়। তবে তিনি নিজের কাজের সূত্র ধরে নয়, নিজের এভারগ্রীন ইমেজের সূত্রেই চর্চায় রয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত নিজেকে রীতিমতো মেন্টেন করে রেখেছেন অভিনেত্রী। তিনি যে নিয়মিত শরীরচর্চা ও খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে নিজের দিন অতিবাহিত করেন, তা তাকে দেখলেই স্পষ্ট হয়। তার অনুরাগীদের অধিকাংশের একটাই প্রশ্ন দিদি নিজেকে কিভাবে এত সুন্দর রেখেছেন। তবে এর জবাব অভিনেত্রী হেসেই দিয়ে দেন সকলকে।

টলিউডের পাশাপাশি ওডিয়া ইন্ডাস্ট্রিতেও তার নাম রয়েছে। এই দুই ইন্ডাস্ট্রির একাধিক হিট ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। বাংলা ও উড়িয়া দর্শকদের মাঝে তার বিপুল পরিচিতি রয়েছে। উল্লেখ্য, এই দুই ইন্ডাস্ট্রি ছাড়াও তামিল, তেলেগু ও হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন রচনা ব্যানার্জী। তবে বর্তমানের কথা বলতে গেলে তিনি বাঙালি দর্শকদের কাছে শুধুই ‘দিদি নম্বর ১’। বর্তমানে সঞ্চালনার কাজের পাশাপাশি নিজের শাড়ির ব্যবসাও একা হাতে সামলাচ্ছেন অভিনেত্রী।

নিজের কর্মজীবনে সফল হলেও বিবাহিত জীবনে তিনি ততটা সফল নন। ২০০৪ সালে ওডিয়া অভিনেতা সিদ্ধার্থ মহাপাত্রের সাথে বিবাহিত জীবন শুরু করেছিলেন তিনি। তবে খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। এরপর ২০০৭ সালে আবারো নতুন করে জীবন শুরু করেছিলেন রচনা ব্যানার্জী। প্রবাল বসুর সাথেই বিয়ে হয় তার। তবে সেই সম্পর্কেও ফাটল ধরে। ২০১৬ সালে একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নেন তারা। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। একজন সিঙ্গেল ওয়ার্কিং মাদার হিসাবে বর্তমানে ঠিক করে কাজ করার পাশাপাশি ভালোভাবে ছেলেকে বড় করছেন তিনি।

About Author