বিগত কয়েকবছর ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। বিজেপি সরকার বলতে আমরা বুঝি জয় শ্রী রাম ধ্বনি । আর এই ধ্বনি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার ব্যঙ্গের মুখে পড়তে হয়েছে। মুখ্যমন্ত্রী সহ তৃণমূল সমর্থকদের কাছে জয় শ্রী রাম এক কটূক্তিতে পরিণত হয়ে গেছে। আবারও একবার জয় শ্রী রাম ধ্বনিতে নিজের দলের হাতে বেদম মার খেলো এক তৃণমূল কর্মী।
শনিবার, দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটে কিছু তৃণমূল কর্মী নিজেদের মধ্যে পার্টি নিয়ে কিছু আলাপ আলোচনা করছিলো। এমনই সময় ওই দলের মধ্যে রঞ্জিত মণ্ডল নামে এক তৃণমূল সদস্য হঠাৎ করে জয় শ্রী রাম বলে ফেলেন। এই ধ্বনি শুনেই ওই দলের অন্যতম মুখ্য সদস্য তারক পারুই রঞ্জিত উদ্দেশ্য করে অনেক তিক্ত বাক্য শোনায় এবং শেষ অবধি এই ঘটনা হাতাহাতি তে পৌঁছে যায়। রঞ্জিতকে বেধড়ক মারধর করে নিজেদের দলের সদস্য।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই ঘটনায় আহত ব্যাক্তি তদমুহুর্তে হাসপাতালে ছুটে যান প্রাথমিক চিকিৎসার জন্য। তাছাড়া হাওড়া পুলিশ স্টেশনে তিনি একটি কেস রেজিস্টার করেন। তবে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নি এবং কোনো ব্যাক্তি এই ঘটনায় ধৃত নয়।